ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজ

ইংলিশদের জন্য ‘স্নাইপার ও ট্যাংক’ সুরক্ষা ব্যবস্থা

প্রকাশিত: ০৬:১৯, ১২ সেপ্টেম্বর ২০১৬

ইংলিশদের জন্য ‘স্নাইপার ও ট্যাংক’ সুরক্ষা ব্যবস্থা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এ জন্য ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেট দলের ক্রিকেটারদের বাংলাদেশের মাটিতে আসার কথা। কিন্তু রবিবার বিকেল পর্যন্তও ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগানের আসার বিষয়টি নিশ্চিত হয়নি। তবে মরগান আসুক আর নাই আসুক, ইংলিশদের জন্য ‘স্নাইপার ও ট্যাংক’ সুরক্ষা ব্যবস্থা থাকবে। ব্রিটিশ ডেইলি মেইল এমন একটি খবর প্রকাশ করে। যেখানে বলা হয়, ইংলিশ ক্রিকেটারদের ‘স্নাইপার ও ট্যাংক’ দিয়ে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে দু’দলের টিম হোটেলের বাইরে প্রচুর নিরপত্তাকর্মী নিয়োজিত থাকবে। স্নাইপার হচ্ছে বিশেষ শূটার ব্যবস্থা। যারা কিনা গোপন স্থানে অবস্থান করে নিরাপত্তা দিয়ে যায়। কেউ জানেও না স্নাইপার শূটাররা কোন স্থানে আছে। যদি কোন সমস্যা দেখে, তাৎক্ষণিক শূট করে তার সমাধান করে। আর ট্যাংক দিয়ে তো যুদ্ধই চালানো হয়। যে গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা নিয়েই ইংল্যান্ড ক্রিকেট দলের না আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই আর্টিজানেই ট্যাংক দিয়ে জঙ্গীদের দমন করা হয়। নিরাপত্তা ব্যবস্থা যে জোরদার করা হবে, তা বোঝাই যাচ্ছে। যখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়টি নিশ্চিত করে, তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। এমনকি সমর্থক ও দেশটির সংবাদকর্মীদের নিরাপত্তা দেয়ার কথাও বলেছিলেন। জানিয়েছিলেন, ‘বাংলাদেশ সফরে আসা ইংলিশ সমর্থক এবং তাদের সাংবাদিকদের আমরা পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। আমরা যে প্ল্যান তাদের প্রতিনিধি দলকে দিয়েছি, তারা চাইলে তার থেকেও বেশি নিরাপত্তা দেয়া হবে। আমরা মানসিক দিক দিয়ে সেভাবেই প্রস্তুত।’ মেইলে আরও জানানো হয়, ম্যাচ ও অনুশীলনের দিন কোন ক্রিকেটারকে হোটেলে থাকার অনুমতি দেয়া হবে না। এমনকি দলের কোচের সঙ্গেও গার্ড নিয়োগ দেয়া হবে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা যে মেইল বলছে, সেটি আসলে মরগানের না আসার বিষয়টি যে ঠিক নয়, সেটিকে মাথায় রেখেই বলছে। গত জুলাইয়ে বাংলাদেশে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পরে ইংল্যান্ডের আসন্ন সিরিজটি নিয়ে শঙ্কা জাগে। কিন্তু ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন বাংলাদেশে এসে পরিস্থিতি পর্যালোচনা করে ইংল্যান্ডের সফরের জন্য সবুজ সঙ্কেত দেন। ইংল্যান্ড ক্রিকেট দল এখন আসবে। কিন্তু টেস্ট অধিনায়ক এ্যালিস্টার কুক আসার বিষয়ে নিজের সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছেন। আসবেন বলেই জানিয়েছেন। কিন্তু মরগান বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। রবিবারই অবশ্য মধ্যরাতের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে ব্রিটিশ মিডিয়ায় মরগানকে ধুয়ে দেয়া হচ্ছে। ব্রিটিশ মিডিয়ার একটি বিষয় সবারই জানা। সেটা হলো, নিজেদের খেলোয়াড়ের প্রশংসায় সবসময় পঞ্চমুখ থাকে তারা। দোষটাকেও অনেক সময় ‘গুণ’ বানিয়ে ফেলে। ফুটবল, ক্রিকেট বা অন্য যে কোন খেলায় তাদের রিপোর্টের ভাষা থাকে এমন। কোন খেলোয়াড় কোন এক কালে ইংল্যান্ডে খেলে থাকলে তার গুরুত্ব তারা বাড়িয়ে দেয় বহুগুণে। কিন্তু ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের বিষয়ে দোটানায় থাকা নিজেদের খেলোয়াড়কে এবার ধুয়ে দিচ্ছে ব্রিটিশ মিডিয়া। বাংলাদেশ সফরের বিষয়ে ইংলিশ খেলোয়াড়রা নিজেদের সিদ্ধান্তের কথা জানাবেন। তবে ‘দ্য টেলিগ্রাফ’সহ কয়েকটি মিডিয়া জানিয়েছে, এই সফরে আসছেন না ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগান। বাংলাদেশে নিরাপত্তা নিয়ে তার জুজু এখনও কাটেনি। বিষয়টি নিয়ে মরগানের কঠোর সমালোচনা করল ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলে মেইল’। এই বিষয়ে তাদের খবরের শিরোনাম, ‘বাংলাদেশ সফরে না গিয়ে মরগান দেশকে হতাশ করেছেন এবং নিজের ক্যারিয়ার নিয়ে জুয়া খেলছেন।’ রিপোর্টের ভেতরে মরগানের সমালোচনা করে তারা লিখেছে, ‘তরুণ খেলোয়াড়দের জন্য বাংলাদেশ সফরে তাদের অধিনায়ককে খুব প্রয়োজন ছিল। তরুণরা চাইছে, এই অনিশ্চয়তার মধ্যে অধিনায়ক তাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে ঢাকার বিমানে উঠবেন। কিন্তু সেই সময় মরগান এমন কাজ কীভাবে করেন? অথচ মরগান যখন টানা ২১ ম্যাচ ফিফটিহীন ছিল তখনও তার ওপর আস্থা রেখেছিলেন নির্বাচকরা।’ মরগানের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছে ডেইলি মেইল। মরগান একজন আইরিশ। বিষয়টি উল্লেখ করে তারা লিখেছে, ‘দলের সবচেয়ে আবেগহীন ও বিচ্ছিন্ন খেলোয়াড় মরগান। এমন কি ইংল্যান্ডের অধিনায়ক হয়েও আইরিশ হওয়ায় বড় টুর্নামেন্টে সে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানায়। মিডলসেক্সের খেলোয়াড়দের সঙ্গেও তার সম্পর্ক ভাল না বলে জানিয়েছে তার সতীর্থরা। সে এমন একজন মানুষ যে উচ্চাকাক্সক্ষা পূরণের জন্য নিজের দেশকে (আয়ারল্যান্ড) বাদ দিতেও দ্বিধা করেনি।’ মরগানের সমালোচনা করার সঙ্গে বাংলাদেশ যে কঠোর নিরাপত্তা দিচ্ছে, যে নিরাপত্তায় ভরসা করে খেলতে আসা যায়, সেটিও বুঝিয়ে দিয়েছে ডেইলি মেইল। উল্লেখ করে দিয়েছে, ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য ‘স্নাইপার ও ট্যাংক’ সুরক্ষা ব্যবস্থা থাকবে।
×