ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈদের দিন বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ০৫:৪৪, ১২ সেপ্টেম্বর ২০১৬

ঈদের দিন বৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ দেশে আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তাই ঈদের দিন বৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। রবিবারও দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সোমবার, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি ভারি বর্ষণ হতে পারে। সূত্রটি আরও জানায়, সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে দু’টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকায় ২৭৭ মিলিমিটার, ময়মনসিংহে ৩৩৫ মিমি, চট্টগ্রামে ৩১৭ মিমি, সিলেটে ৪০৭ মিমি, রাজশাহীতে ২৯৬ মিমি, রংপুরে ৪০৮ মিমি, খুলনায় ২৭৬ মিমি ও বরিশালে ৩১৬ মিলিমিটার থাকতে পারে।
×