ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিবকে সরিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

প্রকাশিত: ০৬:৫৩, ১১ সেপ্টেম্বর ২০১৬

সাকিবকে সরিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব-আল হাসানকে পেছনে ঠেলে দিয়ে টি২০ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে বল হাতে উইকেট না পেলেও অস্ট্রেলিয়ান তারকা ব্যাটিংয়ে ছিলেন দুর্দান্ত। খেলেছেন দুটি বিস্ফোরক ইনিংস। প্রথম ম্যাচে ৬৫ বলে অপরাজিত ১৪৫, দ্বিতীয়টিতে করেছেন ২৯ বলে ৬৬। এই পারফর্মেন্সেই তিন থেকে এক নম্বরে উঠে এসেছেন ম্যাক্সওয়েল। তার রেটিং পয়েন্ট ৩৮৮। সাকিবকে (৩৪৬) দ্বিতীয় স্থান ছেড়ে দিয়ে তিনে নেমে গেছেন বর্তমানে দলের বাইরে থাকা পাকিস্তানী তারকা শহীদ আফ্রিদি। সাবেক পাকি অধিনায়কের রেটিং ৩১৯। শীর্ষ পাঁচে পরের দুটি স্থানে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস (২৭৬) ও আফগানিস্তানের মোহাম্মদ নবী (২৭৪)। এক সময় তিন সংস্করণেই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিব এখন এক নম্বরে আছেন শুধু ওয়ানডেতেই। টি২০তে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে পরিবর্তন একটিই। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে চার উইকেট নিয়ে চার ধাপ এগিয়েছেন জেমস ফকনার। অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার উঠে এসেছেন পাঁচে। শীর্ষস্থানে যথারীতি ক্যারিবিয়ান লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি। এরপর যথাক্রমে ইমরান তাহির, জাসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন। লঙ্কানদের ২-০তে হোয়াইটওয়াশ করে দলীয় র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠে এসেছে অস্ট্রেলিয়া। সেরা চারে যথাক্রমে নিউজিল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
×