ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তেঁতুলিয়া নদীতে লাইটার জাহাজে ডাকাতি

প্রকাশিত: ০৮:১২, ১০ সেপ্টেম্বর ২০১৬

তেঁতুলিয়া নদীতে  লাইটার জাহাজে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৯ সেপ্টেম্বর ॥ পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল থেকে ক্লিংকার নিয়ে ঢাকার মেঘনাঘাটে যাওয়ার সময় লাইটার জাহাজ এমভি বন্ধু সরদার জাহাজে সশস্ত্র হামলা চালিয়েছে একটি ডাকাত দল। তেঁতুলিয়া নদীর ধুলিয়া নামক স্থানে শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে জেলে নৌকায় থাকা ৯ জনের একটি ডাকাত দল জেলে সেজে সমস্যার কথা বলে জাহাজটি থামাতে ইশারা দেয়। এরপর ডাকাত দলের সবাই জাহাজে উঠে রামদা নিয়ে হামলা চালায়। হামলায় জাহাজের মাস্টার মোশাররফ হোসেন, সুকানি আনিসসহ অন্তত ৭ জন আহত হন। এর মধ্যে রামদার কোপে গুরুতর আহত হন মোশাররফ ও আনিস। জাহাজে থাকা বরিশাল বিআইডব্লিউটিএর পাইলট সিরাজুল ইসলাম জানান, প্রায় পৌনে এক ঘণ্টা জাহাজটি থামিয়ে ডাকাত দল এ লুটতরাজ ও হামলা চালায়। এসময় জাহাজে থাকা নগদ ৪০ হাজার টাকা ছাড়াও জাহাজের অনেক যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে তারা। মদিনা গ্রুপের ডিজিএম কামরুল ইসলাম জানান, শুক্রবার সকাল নয়টার দিকে রামনাবাদ চ্যানেলের মাদার ভ্যাসেল এফএস বীচ থেকে তাদের ১৩শ’ টন ক্লিংকার লোড করে ঢাকার মেঘনাঘাটের উদ্দেশে লাইটার জাহাজটি যাচ্ছিল। জাহাজটি এখন বরিশালে পৌঁছেছে। পায়রা বন্দরের চেয়ারম্যান ক্যপ্টেন সাইদুর রহমান জানান, পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।
×