ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন

প্রকাশিত: ০৮:০৩, ১০ সেপ্টেম্বর ২০১৬

বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জের কিচক বাসস্ট্যান্ডের কাছে ছোট বাজারে জ্বালানি তেল ও এলপি গ্যাস সিলিন্ডারের একটি বড় দোকানে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আগুন ধরে যায়। বগুড়া জয়পুরহাট গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। এ ঘটনায় এক ব্যক্তি গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বিকট শব্দে আগুন ধরে যায়। লোকজন ছুটে পালাতে থাকে। পরে দেখা যায় এলাকার মোজাম চৌধুরীর কয়েকটি ড্রাম ভর্তি জ্বালানি তেলের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই দোকানে সিলিন্ডারে এলপি গ্যাসও বিক্রি করা হয়। এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের উৎপত্তি। আগুন প্রতিটি ড্রামের তেলে ছিটকে পড়ে সকল ড্রামের তেল পুড়ে যায়। আশপাশের কয়েকটি দোকানেও আগুন লেগে যায়। প্রায় এক ঘণ্টা পর তিন দিক থেকে ফায়ার সার্ভিস গিয়ে রাত দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
×