ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নগরীর সৌন্দর্য বর্ধনে সবাইকে দায়িত্বশীল হতে হবে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:১১, ১০ সেপ্টেম্বর ২০১৬

নগরীর সৌন্দর্য বর্ধনে সবাইকে  দায়িত্বশীল  হতে হবে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। পরিকল্পনা অনুযায়ী নগরীকে গ্রীন ও ক্লিন সিটিতে পরিণত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। ‘আমাদের নগর আমরাই গড়ব এবং পরিচ্ছন্ন রাখব’ স্লোগান ধারণ করে সকলকেই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। শুক্রবার নগরীর ও.আর নিজাম রোড আবাসিক এলাকায় সিসি ক্যামেরা, এলইডি বাতি এবং ১২ টি লেন, বাইলেন সড়কের উদ্বোধন এবং ওই আবাসিক এলাকার অধিবাসীদের নিকট বিন হস্তান্তর অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বাদ জুমা তিনি ওআর নিজাম রোড আবাসিক এলাকা জামে মসজিদ প্রাঙ্গণে সুধী সমাবেশ শেষে সুইচ অন করে সিসি ক্যামেরা কার্যক্রম উদ্বোধন করেন। এসময় বার্জার বাংলাদেশ প্রদত্ত এলইডি লাইট মেয়রের নিকট হস্তান্তর করেন আবাসিক এলাকার কল্যাণ সমিতির সভাপতি এমএ ছালাম। পরে মেয়র কল্যাণ সমিতির সভাপতির হাতে ১টি বিন তুলে দিয়ে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারণ কর্মসূচীর উদ্বোধন করেন এবং এলাকার ১২টি লেন ও বাইলেন পরিদর্শন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওআর নিজাম রোড এলাকা কল্যাণ সমিতির সভাপতি এমএ ছালাম।
×