ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খুলনা-নওয়াপাড়া-যশোর নৌপথ চালু হচ্ছে

প্রকাশিত: ০৪:১১, ১০ সেপ্টেম্বর ২০১৬

খুলনা-নওয়াপাড়া-যশোর নৌপথ চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অচিরেই খুলনা-নওয়াপাড়া-যশোর নৌপথ চালু হচ্ছে। নৌপথের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিআইডব্লিউটিএ কাজ করে যাচ্ছে। সড়কপথে চাপ কমিয়ে নৌপথে যোগাযোগ বাড়াতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। ইতোমধ্যে ৪৪ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা থেকে নওয়াপাড়ার দূরত্ব ৩০ কিলোমিটার। নওয়াপাড়া নৌবন্দর থেকে খুলনা মহানগরীতে মালামাল পরিবহন করতে সড়কপথে যে খরচ যায়, তার দুই-তৃতীয়াংশ কমে যাবে। এ নৌপথ চালু করতে ড্রেজিং করতে হবে। অপরদিকে নওয়াপাড়া-যশোর নৌপথ চালু করতে নতুন করে ড্রেজিং করতে হবে। আফরা থেকে নড়াইলমুখী নৌপথ সচল রয়েছে আগে থেকেই, নতুন করে আফরা থেকে যশোর পর্যন্ত নদী খনন করলে যশোর-খুলনা নৌপথ চালু সম্ভব। নৌপথের মাধ্যমে যশোর, নড়াইল, খুলনাসহ চারটি জেলার যোগাযোগ খুবই দ্রুত হবে।
×