ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর ৪ ডাকাতের আত্মসমর্পণ

প্রকাশিত: ০৮:২৫, ৯ সেপ্টেম্বর ২০১৬

নরসিংদীতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর ৪ ডাকাতের আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৮ সেপ্টেম্বর ॥ ডাকাতের সঙ্গে পুলিশের গুলিবিনিময়, ৪ ডাকাতের আত্মসমর্পণ, ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুলসংখ্যক গুলি উদ্ধার হয়েছে। পৌর শহরের ২১৭ বাসাইলের আহাম্মদ মঞ্জিলে বৃহস্পতিবার রাত ৭টায় এ ঘটনা ঘটে। ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল ওই বাড়িতে প্রবেশ করে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় বাড়ির লোকদের চিৎকারে বাড়ির বাসিন্দা কাজি কামাল (৩৫) ওবায়দুল কবির (২৫) ও রিফাত (১৬) বাইরে থেকে বাড়ির প্রধান গেট তালাবদ্ধ করে দেয় এবং বিষয়টি নরসিংদী সদর মডেল থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ৫তলা বাড়ির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলা থেকে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় পুলিশ সুপার আমেনা বেগম ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড মাইকে ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানায়। পরে ৪ ডাকাত ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুলসংখ্যক গুলিসহ রাত ৯টায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে। অন্য ডাকাতরা লাফিয়ে মাটিতে পড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ডাকাতরা জানায়, তাদের সঙ্গে আরও ৬/৭ ডাকাত ছিল।
×