ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ০৬:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৬

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে  নিহত এক

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৮ সেপ্টেম্বর ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়া উপজেলার খড়ড়িয়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে আজগর (৪৫) নামে একজন নিহত হয়েছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে ৬জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়ার খড়ড়িয়া গ্রামে মিনা ও মোল্যা বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মিনা পক্ষের আসগর নিহত হন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। পরিবারের সদস্যরা জানান, নিহত আসগর চুয়াডাঙ্গা বিজিবির সিভিল সদস্য হিসোবে কর্মরত। কয়েক দিন আগে আসগর ছুটিতে বাড়ি আসেন। ভোলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৮ সেপ্টেম্বর ॥ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরীকে গ্রেফতার ও রাজাপুরের আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজাপুর এলাকার শতাধিক নারী-পুরুষ ভোলা শহরে বিক্ষোভ মিছিল করেছে। স্থানীয়রা জানিয়েছে, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরীর দুনীতির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার শতাধিক নারী-পুরুষ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় নারীরা ঝাড়ু প্রর্দশন করে। বিক্ষোভ শেষে এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
×