ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩২, ৯ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

মোটরসাইকেল ছিনতাই চক্রের ৩ সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৮ সেপ্টেম্বর ॥ রাজবাড়ী জেলা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে মোটরসাইকেল ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক ও চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো আক্কাছ আলী, মাসুদ শেখ ও সোহেল শেখ। এদের বাড়ি বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায়। আটককৃতদের মধ্যে আক্কাছ আলীর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ এদের গ্রেফতার করা হয়। এদিকে এ অভিযানের নেতৃত্বদানকারী তিন পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। মাদক বিক্রেতার জরিমানা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৮ সেপ্টেম্বর ॥ মদের দোকানে মালিকের এক লাখ টাকা জরিমানা ও ২৬ মাদকসেবীকে এক মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টার দিকে শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শহরের উত্তর চৌকিরপাড় এলাকার দেশীয় মদের দোকানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় দোকানে হিসাবের বেশি পরিমাণ মদ মজুদ রাখা ও লাইসেন্সবিহীন মদ্যপায়ীর কাছে মদ বিক্রয়ের অভিযোগে দোকান মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সেখান থেকে লাইসেন্সবিহীন ২৬ মদ্যপায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদ-াদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। অস্ত্রসহ ক্যাডার আটক নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৮ সেপ্টেম্বর॥ দেশীয় তৈরি একটি এলজিসহ পটিয়ায় আটক হয়েছে বিএনপির ক্যাডার লুৎফর রহমান চৌধুরী (৩৭) প্রকাশ লুতু। সে উপজেলার জিরি ইউনিয়নের মৃত মাওলানা হাছান আলীর পুত্র। বুধবার রাতে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। একই দিন রাতে কেলিশহর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত মমিন হোসেনকে গ্রেফতার করা হয়ন। সে রতনপুর এলাকার জাকির হোসেনের পুত্র। সিদ্ধিরগঞ্জে তরুণী ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ সেপ্টেম্বর ॥ সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে সাগর হোসেন নামে এক যুবক। এ অভিযোগে বুধবার রাতে সাগর হোসেনকে গোদনাইল আরামবাগ শান্তিনগর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় গোদনাইল চিত্তরঞ্জন খেয়াঘাট এলাকায়। জানা গেছে, ধর্ষণের শিকার তরুণী ও ওই যুবক কিছুদিন আগে একসঙ্গে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করত। চাকরির সুবাদে তাদের সঙ্গে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক হয়। সোমবার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর গোদনাইল চিত্ররঞ্জন খেয়াঘাট এলাকার একটি নির্জন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সাগর হোসেন ওই তরণীকে ধর্ষণ করে। বিদ্যুতস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলার বানেশ্বরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আনিসুর রহমান ও হাফিজুর রহমান। এ ঘটনায় শরিফুল ইসলাম নামের আরো একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার রাত ১১টার দিকে বানেশ্বরে সোলার বিদ্যুতের খুঁটির কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসুর রহমান। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফিজুর রহমান। আনিসুর পুঠিয়ার শিবপুরের আনছার আলীর ছেলে। আর হফিজুর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। ট্রাকচালক ও হেলপারকে কুপিয়ে লুট নিজস্ব সংবাদদাতা, সাভার, ৮ সেপ্টেম্বর ॥ সাভারে একটি ট্রাকের চালক ও হেলপারকে কুপিয়ে আহত করে ২১ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসহ মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ‘শিমুলতলা’ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- ট্রাকচালক পিন্টু মোল্লা ও হেলপার সেলিম মিয়া। জানা গেছে, বুধবার রাতে তারা যশোরের মনিরামপুর থেকে একটি ট্রাকে ২৬টি গরু নিয়ে রাজধানীর ধোলাইখালে একটি বাজারে নিয়ে আসেন। গরুগুলো সেখানে নামিয়ে দিয়ে যশোরে ফেরারপথে ভোর পাঁচটার দিকে মহাসড়কের সাভারের ‘শিমুলতলা’ আসার পর ট্রাকটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। নীলফামারীতে শিক্ষকদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট (বার্ষিক প্রবৃদ্ধি) প্রদানসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার নীলফামারীতে এক ঘণ্টা মানববন্ধন ও সমাবেশ করেছেন এমপিওভুক্ত বেসরকারী স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি স্কুল-কলেজের শিক্ষকরা। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচী পালন করা হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর দেয়া স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন শিক্ষক প্রতিনিধিরা। বেসরকারী স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক পরিষদের জেলা সভাপতি মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেনÑ পরিষদের সাধারণ সম্পাদক চওড়া বড়গাছা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম, উপাধ্যাক্ষ শাহজাহান সরকার, কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকারাম রায়, চাঁদের হাট ডিগ্রী কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, কালীতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুধীর রায়, মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক মৃণাল কান্তি রায়, পরিতোষ রায়, রামগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লীনা দে, পঞ্চপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন প্রমুখ। বক্তারা মূল বেতনের পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারীদের সমপরিমাণ বৈশাখী ভাতা, সম্মানজনক হারে বাড়িভাড়া এবং সরকারীদের সমপরিমাণ চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানান। হত্যা মামলার বাদী ও সাক্ষীকে হুমকি নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৮ সেপ্টেম্বর ॥ ফরিদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন হত্যা মামলার আসামি জানে আলম ও হাফিজুর রহমান হ্যাপি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে বাদী এবং সাক্ষীদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। হত্যা মামলার বাদী মৃত লিটনের স্ত্রী রেবেকা সুলতানা (বিপ্লবী) এ ব্যাপারে তার এবং সাক্ষীদের জীবনের নিরাপত্তার দাবিতে জিডি করেছেন। রেবেকা সুলতানা জানান, তার মেয়ে বৈশাখীকে স্কুল থেকে সাভার গ্রামে নিজ বাড়ি ফেরার পথে নেছড়াপাড়া-সাভারের মাঝপথে ফাঁকা জায়গায় মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়। মামলা না তুললে বাদী এবং সাক্ষীদের হত্যারও হুমকি দেয়া হয়। তিনি নারী হওয়ায় বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে অভিযোগ করেছেন। নিরাপত্তার অভাবে ছয় মাস ধরে মেয়ে বৈশাখীর লেখাপড়া বন্ধ রয়েছে। এ ব্যাপারে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ শরিফুল আলম এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুনরায় দাঙ্গা-হাঙ্গামা ও প্রাণনাশের আশঙ্কায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালত পাবনা বরাবর একটি আবেদন দাখিল করেছেন। ভীমরুলের কামড়ে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে ভীমরুলের কামড়ে শাহজালাল (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শাহজালাল পুরান বাউশিয়া গ্রামের মৃত চিনু মিয়ার ছেলে। জানা যায়, শাহজালাল গরুর খাবারের জন্য কচুরিপানা আনতে যাওয়ার পথে ভীমরুলের আক্রমণের শিকার হন। এ সময় ভীমরুল তার গায়ের বিভিন্ন স্থানে কামড়ায়। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। শরীরে তীব্র ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজালাল মারা যান। যশোরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ক্যান্টনমেন্ট কলেজ যশোরে উদ্্যাপিত হলো আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৬৭ শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রবিউল ইবনে কামরুল, এনডিসি, পিএসসি, জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য সেনা কর্মকর্তা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ রাব্বি আহসান, পিএসসি। ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় বুধবার রাতে অস্ত্রের মুখে হ্যান্ডক্যাফ লাগিয়ে জালাল হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা হয়েছে। তবে এলাকাবাসী এগিয়ে আসায় দুর্বৃৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় ওই ব্যবসায়ী আহত হন। পরে হ্যান্ডকাফ লাগানো আহত ব্যবসায়ীকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুই রাউন্ড গুলি, পুলিশের ট্রাফিক সিগন্যালের কাজে ব্যবহৃত একটি লাইট উদ্ধার করে। বগুড়া সদর থানা পুলিশ জানায়, অপহরণ চেষ্টার কাজে যে হ্যান্ডক্যাফ ব্যবহার করা হয়েছে তা বাইরে কিনতে পাওয়া যায়। দুর্বৃত্তরা হয়ত তা সংগ্রহ করে থাকতে পারে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে ব্যবসায়ী জালাল সদরের যশোপাড়া এলাকায় গ্রামের বাড়ি আসছিল।
×