ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:০১, ৮ সেপ্টেম্বর ২০১৬

রাজধানীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে নিজ বাসায় ওয়াহিদা আক্তার (৪৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওয়াহিদার স্বামী কাতার প্রবাসী। তিনি বর্তমানে গ্রামের বাড়ি কুমিল্লাতে রয়েছেন। নিহতের দেবর ইলিয়াস হোসেন জানান, দক্ষিণখান গাঁওয়ে হাউস নং-৭১৫/২ ছয়তলা ভবনটির মালিক ওয়াহিদা। ওই ভবনটির ছয়তলায় একটি রুম খালি রয়েছে। বুধবার সন্ধ্যায় দুই ব্যক্তি ওই রুম ভাড়া নিতে আসে। ওয়াহিদা তাদের ছয়তলায় ওই রুমটি দেখানোর জন্য নিয়ে যায়। সেখানে রুমে ঢুকলে ওই দুই ব্যক্তি দরজা বন্ধ করে ওয়াহিদাকে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। যাওয়ার সময় চিৎকার শুনে তার মেয়ে শোভা আক্তার ওপরে গিয়ে তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় জাহানারা ক্লিনিকে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি ঘটলে রাত ১০টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপতালের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মুখের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মুখের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
×