ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখতে মার্কিন সরকারকে রওশনের অনুরোধ

প্রকাশিত: ০৬:৪৮, ৮ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশে সহযোগিতা  অব্যাহত রাখতে মার্কিন সরকারকে রওশনের অনুরোধ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামো নির্মাণ, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখতে মার্কিন সরকারকে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বুধবার রওশন এরশাদকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পক্ষে উপহার হস্তান্তর করেন বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল এ্যান্ড ইকোনমিক কাউন্সিলর ডেভিড টুলক। সকালে বিরোধীদলীয় নেতার গুলশানের বাসভবনে এ উপহার হস্তান্তর করা হয়। এসময় রওশন মার্কিন সরকারের প্রতিনিধির মাধ্যমে এ অনুরোধ জানান। ডেভিড টুলক রওশনকে বলেন, বাংলাদেশ থেকে সদ্য বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আপনার সঙ্গে কথোপকথনের বিষয়বস্তু উপলব্ধি করেছেন এবং আপনাকে অভিনন্দনস্বরূপ এই উপহার প্রদান করেছেন। বিরোধীদলীয় নেতা আন্তরিকতার সঙ্গে এ উপহার গ্রহণ করেন এবং তিনিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ডেভিড টুলকের মাধ্যমে উপহার প্রেরণ করেন। এসময় বিরোধীদলীয় নেতা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি আরও বলেন, নারীর কর্মসংস্থান বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে গার্মেন্টস্ শিল্পে জিএসপি সুবিধা চালুসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
×