ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে সন্ত্রাস বিরোধী সমাবেশ ১৭ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৬:৪৮, ৮ সেপ্টেম্বর ২০১৬

নিউইয়র্কে সন্ত্রাস বিরোধী সমাবেশ ১৭ সেপ্টেম্বর

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ সন্ত্রাসবাদ নির্মূলে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে আগামী ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সন্ত্রাস ও জঙ্গী দমনে শেখ হাসিনাকে নিউইয়র্কে স্বাগত জানানো এবং সন্ত্রাসে লিপ্তদের প্রতি ধিক্কার ও নিন্দাও জানানো হবে। এ কর্মসূচী সফল করার আহ্বান জানিয়ে ‘এলায়েন্স অব বাংলাদেশী আমিরিকান্স’-র পক্ষ থেকে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের প্রধান ড. প্রদীপরঞ্জন কর লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, মানবতায় বিশ্বাসী সবাইকে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রে লড়তে হবে। এই লড়াই এর অংশ হিসেবে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় জাতিসংঘের সামনে দ্যাগ হ্যামার্সজোল্ড পার্কে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, স্বীকৃতি বড়ুয়া, বি এম জাকির হোসেন হিরু ও মুকিত চৌধুরী প্রমুখ।
×