ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে দুর্ঘটনা ॥ ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ০৬:২৭, ৭ সেপ্টেম্বর ২০১৬

দিনাজপুরে দুর্ঘটনা ॥ ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে পাথরবোঝাই গ্যাংকার ইঞ্জিন ও রেলবোঝাই ডিপ ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় দিনাজপুর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দিনাজপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুল হানিফ জানান, মঙ্গলবার দুপুর ২টায় দিনাজপুর-পার্বতীপুর রেল রুটের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর নামক স্থানে ডিগ্রী কলেজের সামনের লাইনে পাথরবোঝাই গ্যাংকারের ইঞ্জিন ও রেলবোঝাই ডিপ ট্রলির মুখোমুখি সংঘর্ষে গ্যাংকারের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় গ্যাংকার ইঞ্জিনের চালক জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় পার্বতীপুর উপজেলার মন্মথপুর স্টেশন থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের একটি গ্যাংকার ইঞ্জিন পাথরবোঝাই করে তিনটি বগি নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় গ্যাংকার ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনার ফলে দিনাজপুর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক করতে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন তলব করা হয়। পার্বতীপুর রেলওয়ে জংশনের পরিদর্শক হাসানুর রহমান জানান, মঙ্গলবার বিকেল ৪টায় উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে কাজ শুরু করেছে। চাঁপাইয়ে বিদ্যুতস্পৃষ্টে নিহত তিন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ গোমস্তাপুরে সোমবার রাতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে তিন জন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিশন গ্রামের আলকাস আলীর ছেলে আসাদুল হক, আয়েশ উদ্দীনের ছেলে আব্দুল বাশির ও আজিজুল হকের ছেলে মনিরুল ইসলাম এবং আহতরা হলেন আজিজুল হকের ছেলে আব্দুল্লাহ ও নিয়াজ উদ্দিনের ছেলে নবীউর রহমান। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, সোমবার দিবাগত রাতে গোমস্তাপুরের মইশালা বিলে বিভিশন গ্রামের দশজন জেলে দুইটি নৌকা নিয়ে মাছ ধরতে যায়। রাত সাড়ে ১১টার দিকে নৌকা চালানোর সময় আসাদুলের হাতে থাকা বাঁশের লগি বিদ্যুতের তারে নাগলে ওই নৌকা বিদ্যুতায়িত হয়ে যায়। এতে আসাদুল, বশির ও মনিরুল ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুই জন আব্দুল্লাহ ও নাবিউর আহত হয়ে নৌকা থেকে পড়ে যান। মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজৈর থানা রোডে বিদ্যুতের কাজ করতে গিয়ে আবদুর রাজ্জাক খান (৩৫) নামের এক মিস্ত্রি মারা গেছেন। তিনি রাজৈর থানার এসআই আবুল কালামের ভাড়া বাসায় আইপিএসের লাইনের কাজ করতে গেলে বিদ্যুতস্পৃৃষ্ট হন। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুর রাজ্জাক রাজৈর উপজেলার নরারকান্দি গ্রামের ইদ্রিস খানের ছেলে।
×