ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তি পেয়ে শফিক রেহমান বারডেমে

প্রকাশিত: ০৫:৫৯, ৭ সেপ্টেম্বর ২০১৬

মুক্তি পেয়ে শফিক রেহমান বারডেমে

স্টাফ রিপোর্টার ॥ কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে সরাসরি ঢাকায় এনে চিকিৎসার জন্য বারডেমে ভর্তি করা হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মঙ্গলবার দুপুরে সাংবাদিক শফিক রেহমান জামিনে মুক্তি পাওয়ার পর কারা ফটকে তার স্ত্রী তালেয়া রেহমান ও ‘ধানের শীষ’ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন সায়ান্থসহ পরিবারের লোকজন তাকে তার প্রিয় গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলর মোঃ নাশির আহমেদ জানান, ৩১আগস্ট শফিক রেহমান উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। সোমবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে তা যাচাইবাছাই শেষে মঙ্গলবার দুপুর ১২ টা ৫০ মিনিটে কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। সাংবাদিক শফিক রেহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ডাঃ সাখাওয়াত হোসেন সায়ান্থ সাংবাদিকদের জানান, ডায়াবেটিসের মাত্রা বেশি হওয়ায় তিনি অসুস্থ। তাই তাকে কাশিমপুর কারাগার থেকে সরাসরি ঢাকায় এনে বারডেমে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক একে আজাদ খানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার পরিকল্পনার অভিযোগে গত ১৬ এপ্রিল ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেফতার হন সাংবাদিক শফিক রেহমান। পরে তাকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও পরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২তে স্থানান্তরিত করা হয়। রাজধানীর ইস্কাটনের বাসা থেকে গ্রেফতারের পর দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বিএনপির থিঙ্কট্যাঙ্ক হিসেবে পরিচিত শফিক রেহমানকে। ওই বাসায় তল্লাশি চালিয়ে জয় সংক্রান্ত কিছু তথ্য ও গোপনীয় নথিপত্র পাওয়া গেছে বলে গোয়েন্দা পুলিশের দাবি।
×