ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তীর্ণ হয়ে ফিরতে আত্মবিশ্বাসী তাসকিন-সানি

প্রকাশিত: ০৭:০১, ৬ সেপ্টেম্বর ২০১৬

উত্তীর্ণ হয়ে ফিরতে আত্মবিশ্বাসী তাসকিন-সানি

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছর মার্চে ভারতে অনুষ্ঠিত হয় টি২০ বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ ছিল পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং এ্যাকশনে ত্রুটি চিহ্নিত হওয়া। পরে বিশ্বকাপ চলার সময়েই তারা বোলিং এ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন চেন্নাইয়ের রমাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে। কিন্তু ত্রুটি নিশ্চিত হওয়াতে নিষিদ্ধই ছিলেন তারা আন্তর্জাতিক ক্রিকেটে। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থেকে এ দুই বোলারই নিজেদের শুধরে নেয়ার প্রচেষ্টা চালিয়ে গেছেন। এবার চূড়ান্ত পরীক্ষার সময় উপস্থিত। সোমবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন এ দুই ক্রিকেটার। ব্রিসবেনের ক্রিকেট সেন্টারে আইসিসি অনুমোদিত ল্যাবে বৃহস্পতিবার দু’জন পরীক্ষা দেবেন বোলিং এ্যাকশনের। পরীক্ষা নিয়ে কিছুটা স্নায়ুচাপ থাকলেও দু’জনই আত্মবিশ্বাসী উত্তীর্ণ হয়ে দেশে ফেরার। সোমবার রাতে একইসঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়ে গেছেন দু’জন। আগেভাগেই ছুটি নিয়ে প্রধান কোচ চান্দ্রিকা হাতুরাসিংহে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। বৃহস্পতিবার ব্রিসবেনের ক্রিকেট সেন্টারে সকালে পরীক্ষা নেয়া হবে তাসকিনের। আর দুপুরের পর আরাফাতের। সেখানে উপস্থিত থাকবেন হাতুরাসিংহে। উভয় ক্রিকেটারই দারুণ আত্মবিশ্বাসী এবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার বিষয়ে। এ বিষয়ে তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে কঠোর পরিশ্রম করেছি। ইতিবাচক আশা নিয়েই আছি। সবাই দোয়া করবেন যাতে আমরা দুজনই আবার আন্তর্জাতিক ক্রিকেটে পরবর্তী সিরিজ থেকেই খেলতে পারি। আল্লাহর রহমতে আত্মবিশ্বাসী আছি ভাল কিছু হবে। কোচরা এবং এবং দেশীয় বিশেষজ্ঞ সবাই সাপোর্ট করেছে অনেক। গত চার-পাঁচ মাস জাকির স্যার কাজ করছেন। ওইখানে হাতুরাসিংহে থাকবেন এটা বাড়তি সহায়ক হিসেবে কাজ করবে বলে আশা করছি।’ আর নিজের সম্পর্কে আরাফাত বলেন, ‘আমাদের যে রিভিউ কমিটি আছে কোচিং স্টাফ তারপর টিমের কলিগ যারা ছিল তারা অনুপ্রাণিত করেছে। আগের চেয়ে দু’জনের বোলিং মাশাআল্লাহ ভাল হয়েছে। একটা পরীক্ষা যেহেতু চাপ তো কাজ করবেই। ইনশাআল্লাহ সবার দোয়া সঙ্গে থাকলে আমরা যদি আমাদের কাজটা ঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই কামব্যাক করব।’
×