ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শহীদ জিয়া শিশু পার্কের নাম পরিবর্তনের দাবি ঢাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৮:১১, ৫ সেপ্টেম্বর ২০১৬

শহীদ জিয়া শিশু পার্কের নাম পরিবর্তনের দাবি ঢাবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ অবিলম্বে শহীদ জিয়া শিশু পার্কের নাম পরিবর্তনের দাবিতে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীরা। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহবাগে এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়Ñ শিশু পার্ক হলো জাতির ভবিষ্যত বিনির্মাণের ভ্রুণ তৈরির কারখানা এবং শিশুরা পরিবারের বাইরে শিশু পার্ক থেকেই সবচেয়ে বেশি সমাজ ও সংস্কৃতির প্রাথমিক জ্ঞানলাভ করে। ভবিষ্যত প্রজন্মকে সঠিক ইতিহাস এবং বাঙ্গালীর সমাজ সংস্কৃতির ধারক হিসেবে প্রত্যেকটি শিশু পার্কের নাম হওয়া উচিত আদর্শিক, অনুপ্রেরণামূলক, উৎসাহব্যঞ্জক। তাই কোন দেশবিরোধী ষড়যন্ত্রকারী জাতির পিতার হত্যাকারীর নামে শিশুদের বিনোদন পার্কের নাম হতে পারে না।
×