ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘বেলা অবেলা সারাবেলা গ্রন্থটি সামাজিক ইতিহাসের দলিল’

প্রকাশিত: ০৫:৪২, ৫ সেপ্টেম্বর ২০১৬

‘বেলা অবেলা সারাবেলা গ্রন্থটি সামাজিক ইতিহাসের দলিল’

স্টাফ রিপোর্টার ॥ বেলা অবেলা সারাবেলা বইটি হচ্ছে সামাজিক ইতিহাসের দলিল। ক্রমান্বয়ে ২৩০ জন বরেণ্য ব্যক্তিত্বের সাক্ষাতকার অন্তর্ভুক্ত হবে এ গ্রন্থে। ইতোমধ্যে ২৫ জনের গ্রন্থিত সাক্ষাতকার প্রকাশিত হয়েছে দুই খ-ে। সব মিলিয়ে গ্রন্থটির প্রকাশিত হবে ১০ খ-ে। তখন সেটি পরিণত বিশ্বকোষে। এসব সাক্ষাতকারের মাধ্যমে কীর্তিমান ব্যক্তিদের সঙ্গে সঙ্গে জানা যাবে তাঁদের সময়ের চিত্র। একই সঙ্গে জানা যাবে আমাদের সমাজটা কেমন করে গড়ে উঠছে। সমাজের নানা ক্ষেত্রে সাক্ষাতকারদাতা ব্যক্তিদের রয়েছে বিভিন্ন অর্জন। বেলা অবেলা সারাবেলা শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আনিসুজ্জামান। চিত্রশিল্পী, অভিনয়শিল্পী, সঙ্গীতশিল্পী, কবি-সাহিত্যিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদসহ সমাজের নানা ক্ষেত্রের কীর্তিমান ব্যক্তিদের সাক্ষাতকারভিত্তিক ‘বেলা অবেলা সারাবেলা’ শীর্ষক অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রচারিত হচ্ছে দেশ টিভিতে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থাপিত অনুষ্ঠানটির সেই সাক্ষাতকারসমূহ এবার প্রকাশিত হলো গ্রন্থ আকারে। সংস্কৃতিমন্ত্রী সম্পাদিত বেলা অবেলা সারাবেলা শিরোনামের গ্রন্থটির প্রথম দুই খ-ে অন্তর্ভুক্ত হয়েছে ২৫ জন বরেণ্য ব্যক্তিত্বের সাক্ষাতকার। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। রবিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বইটির প্রকাশনা উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আলোচনায় অংশ নেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও অভিনয়শিল্পী ফেরদৌসি মজুমদার। সম্পাদকের অনুভূতি প্রকাশ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বক্তব্য রাখেন সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। অনুভূতি প্রকাশ করে আসাদুজ্জামান নূর বলেন, ওই অনুষ্ঠানটি শুরুর আগে আমার মনে হয়েছিল আমাদের দেশের বরেণ্য মানুষদের অধিকাংশই আত্মজীবনী লিখেননি বা লিখবেন না। সেই ভাব থেকেই টেলিভিশনে সাক্ষাতকারের মাধ্যমে তাঁদের জীবনের কথাগুলো তুলে ধরার প্রয়াস নিলাম। সাক্ষাতকার নিতে গিয়ে জানতে পারলাম, এসব সফল মানুষ কতটা সংগ্রাম করে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাঁদের জীবনের সেসব অজানা তথ্য জেনে একই সঙ্গে আনন্দিত ও আপ্লুত হয়েছি। অনেকের সাক্ষাতকার নিতে পারলেও বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সাক্ষাতকারটি শেষ পর্যন্ত আর নিতে পারিনি। সেই আফসোস আজও আমার রয়ে গেছে। তিনি আরও বলেন, এসব গুণীজনের সাক্ষাতকার নেয়ার সময় কখনও বই প্রকাশের কথা ভাবিনি। তবে বই আকারে প্রকাশিত হওয়ার এর একটি আর্কাইভাল মূল্য থাকবে। প্রধান অতিথির বক্তব্যে আবুল মাল আল মুহিত বলেন, আমার সাক্ষাতকারটি নেয়া হয়েছিল তিন দিন ধরে। এটি আসাদুজ্জামান নূরের কৃতিত্ব, তিনি নিজে কথা কম বলেন। কিন্তু অন্যের কথাকে কৌশলে বের করে আনেন। তাঁর উপস্থাপনার ধরনটি এমন যে কথা বলতে বেশ ভাল লাগে। এই সাক্ষাতকার দেয়ার পর মনে হলো, পুরো জীবনটা যেন আমার সামনে চলে এসেছে। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আত্মজীবনীমূলক এই বইটি প্রকৃতপক্ষে একটি যুগের ইতিহাস। আমাদের কালের যাঁরা নিজ নিজ ক্ষেত্রে সফল মানুষ, তাঁদের সফলতার গল্প উঠে এসেছে। বইটি সব মানুষের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস। দুই খ-ে প্রকাশিত গ্রন্থে যাঁদের সাক্ষাতকার রয়েছে তাঁদের মধ্যে রয়েছেনÑ নূরজাহান বেগম, ফিরোজা বেগম, কাইয়ুম চৌধুরী, আবুল মাল আল মুহিত, অধ্যাপক আনিসুজ্জামান, ড. কামাল হোসেন, মুস্তফা মনোয়ার, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়ীদ, ফেরদৌসী মজুমদার, রোকেয়া আফজাল রহমান, তোফায়েল আহমেদ, আলী যাকের, নির্মলেন্দু গুণ, জয় গোস্বামী, নজরুলসঙ্গীত শিল্পী সোহরাব হোসেন, শিশুসাহিত্যিক ফয়েজ আহমেদ, ডাঃ এম আর খান, সুধীন দাশ, সঙ্গীতজ্ঞ সন্জীদা খাতুন, সাহিত্যিক আব্দুস শাকুর শাহ প্রমুখ। দুই খ-ে প্রকাশিত ‘বেলা অবেলা সারাবেলা’ বইটির প্রতি খ-ের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। পরিবেশ মেলায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান ॥ রাজধানীর মহাখালীর পুরাতন ভবনের বিসিসিটি মিলনায়তনে শুরু হলো পরিবেশ মেলা-২০১৬। রবিবার সকালে মেলার উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের স্থলে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া ৩৫ জন বিজয়ীর হাতে স্মারক ও প্রাইজবন্ড তুলে দেয়া হয়।
×