ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত: ০৪:১৬, ৫ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারে ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অস্ত্র ব্যবসার আলোচিত নাম সাবেক জামায়াত নেতা রামুর গর্জনিয়ার ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। হত্যা মামলার প্রধান আসামি নজরুল চেয়ারম্যান উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হলে রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। আদালতের হাকিম উভয় পক্ষের শুনানি শেষে নজরুল ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জানা গেছে, রামুর গর্জনিয়া ইউপি নির্বাচনের আগের রাতে (২৭ মে) আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীর বাড়িতে নজরুলসহ তার সন্ত্রাসীরা ডাকাতি ও লুটপাট শেষে ফেরার পথে হামলা চালায় নৌকার সমর্থক মঞ্জুরুল আলমের উপর। পরে ২৯ মে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকা-ের ঘটনায় নজরুলকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখ করে রামু থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সলিমা খাতুন। মামলার বাদী সলিমা খাতুন অভিযোগ করেন, নজরুলকে কারাগারে পাঠানোর খবর পেয়ে তার সন্ত্রাসীরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আমার স্বামী নৌকার সমর্থক ছিল বলে কি এটা দোষ হতে পারে? এ জন্যই কি তাকে অকালে প্রাণ হারাতে হয়েছে? এখন তাদের বিরুদ্ধে মামলা করে উল্টো মহাবিপদে পড়েছি। অবুঝ দুই শিশু নিয়ে আমি নিরাপত্তাহীনতায় আছি। এ ব্যাপারে মামলার বাদী সলিমা সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
×