ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিবিএইচের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:০৭, ৪ সেপ্টেম্বর ২০১৬

ডিবিএইচের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাসসহ মোট ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৭৭ টাকা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.১০ টাকা এবং শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৭.৮৮ টাকা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ সেপ্টেম্বর এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৪ নবেম্বর শনিবার সকাল ১১টায় কোম্পানির সিক্স সিজোন হোটেল, গুলশান-২ এ অনুষ্ঠিত হবে। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে শিপিং কর্পোরেশন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, আলোচিত বছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×