ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়ে জিতলেন টম্পসন

প্রকাশিত: ০৬:৩১, ৩ সেপ্টেম্বর ২০১৬

রেকর্ড গড়ে জিতলেন টম্পসন

স্পোর্টস রিপোর্টার ॥ মঞ্চটা অলিম্পিকের নয়। কিন্তু সেটারই যেন প্রতিচ্ছবি ছিল ওয়েল্টক্লাসি ফিল্ড। সুইজারল্যান্ডের এই ট্র্যাকে জুরিখ ডায়মন্ড লীগ মিট অনুষ্ঠিত হলো। কারণ অলিম্পিক ট্র্যাকের সব তারকাই ছিলেন এদিন ডায়মন্ড লীগে। তবে আবারও নিজেকে সেরা প্রমাণ করলেন জ্যামাইকান মহিলা গতি তারকা এ্যালেইন টম্পসন। ডায়মন্ড লীগের নতুন রেকর্ড গড়েই ২০০ মিটারে জিতেছেন বিশ্বের দ্রুততম এ মহিলা। তিনি জয় পান ২১.৮৫ সেকেন্ড টাইমিং নিয়ে। মাত্র ০.০১ সেকেন্ড পিছিয়ে থেকে হেরে গেছেন হল্যান্ডের ড্যাফনে শিপার্স। এছাড়া পুরুষদের ১০০ মিটারে জিতেছেন জ্যামাইকান তারকা আসাফা পাওয়েল। ২০০৪ থেকে মহিলাদের ২০০ মিটারে আধিপত্য ছিল মার্কিন-জ্যামাইকানদের। আর সেই আধিপত্য ধরে রেখেছিলেন ফেলিক্স, ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউন, শেলি এ্যান ফ্রেজার-প্রাইসরা। তারা গত চার অলিম্পিকের ১২ পদকের মধ্যে ৭টি এবং সর্বশেষ ১৮ বিশ্ব আসরের মধ্যে ১০টি পদক নিজেদের দখলে নিয়েছেন। কিন্তু তাদের সাম্রাজ্য দখল করে নিয়েছেন এবার টম্পসন। একই সাথে ২৪ বছর বয়সী এ তরুণী জয় পান রিও অলিম্পিকের ১০০ ও ২০০ মিটারে। ওয়েল্টক্লাসি ফিল্ডে টম্পসনের প্রতিদ্বন্দ্বী এরা ছাড়াও ছিল অলিম্পিকে রৌপ্য জেতা এবং বর্তমান সময়ে অন্যতম গতিতারকা ডাচ তরুণী শিপার্স। কিছুদিন আগেই এক মিটে জিতেছেন তিনি। এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও অলিম্পিক ব্রোঞ্জজয়ী ব্রিটেনের দিনা এ্যাশার-স্মিথ ও তিনবার অলিম্পিক ফাইনাল খেলা ত্রিনিদাদ ও টোবাগোর মিশেল-লি আহয়। তবে কেউ ছুঁতে পারলেন না টম্পসনকে। অলিম্পিকে যে শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন সেটা ধরে রাখলেন আবারও। আর অলিম্পিকের চরম প্রতিপক্ষদের ট্র্যাকে পেয়ে যেন একটু বেশিই দুরন্ত হয়ে উঠলেন টম্পসন। সে কারণে ডায়মন্ড লীগের নতুন রেকর্ড গড়ে ফেললেন। তিনি জিতলেন ২১.৮৫ সেকেন্ডে। শিপার্স তার মৌসুম সেরা দৌড়টা দিয়েছিলেন। টাইমিংটা দুর্দান্ত হলেও ধরতে পারলেন না টম্পসনকে। ২১.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন শিপার্স। ফলে আবারও টম্পসনের কাছে অল্পের জন্য পরাজয়ের গ্লানিই সঙ্গী হলো তার। মার্কিন তারকা ফেলিক্স ২২.০২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। ৩০০০ মিটার স্টিপলচেসে কিছুদিন আগেই রুথ জেবেট প্যারিসে বিশ্বরেকর্ড গড়েছিলেন, ৯ সেকেন্ডের নিচে ছিল টাইমিং। এবার তেমন আহামরি টাইমিং করতে না পারলেও ৯ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন এ কেনিয়ান বংশোদ্ভূত অলিম্পিক সোনাজয়ী বাহরাইনের এ এ্যাথলেট। মহিলাদের ৮০০ মিটারে দক্ষিণ আফ্রিকার কাস্টার সেমেনিয়া তার শ্রেষ্ঠত্ব অটুট রেখে জিতেছেন ১ মিনিট ৫৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে। টানা সপ্তমবারের মতো ডায়মন্ড লীগ জিতে রেকর্ড গড়েছেন রেনো ল্যাভিলেনি। এর আগে কোন এ্যাথলেট কোন ক্রীড়ায় টানা ৭ বার ডায়মন্ড লীগে জেতেননি। বিশ্বরেকর্ডধারী ফরাসী এ পোলভল্টার এবার রিও অলিম্পিকে জিততে ব্যর্থ হয়েছিলেন। এবার ৫.৯০ মিটার পেরিয়ে জিতলেন তিনি। ৩৩ বছর বয়সী জ্যামাইকান স্প্রিন্টার পাওয়েল অবশেষে আরেকটি জয়ের দেখা পেয়েছেন। এবার তিনি ৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে জয় তুলে নেন। ইতিহাসে সর্বাধিকবার ১০ সেকেন্ডের নিচে টাইমিংয়ের রেকর্ড এই স্প্রিন্টারের।
×