ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইতালিকে সহজেই হারাল ফ্রান্স

প্রকাশিত: ০৬:৩১, ৩ সেপ্টেম্বর ২০১৬

ইতালিকে সহজেই হারাল ফ্রান্স

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু হওয়ার অপেক্ষায় বিশ্বকাপ বাছাই ফুটবলের ইউরোপীয় অঞ্চলের খেলা। এর আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল বিশ্বসেরা দলগুলো। এরমধ্যে হল্যান্ড ছাড়া সব বড় দলই নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। গ্রীসের কাছে ২-১ গোলে হেরেছে টোটাল ফুটবলের জনক হল্যান্ড। জিব্রাল্টারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোপের নতুন চ্যাম্পিয়ন পর্তুগাল। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ইউরোর রানার্সআপ ফ্রান্স। ইতালির বারির সান নিকোলা স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল ম্যাড়ম্যাড়ে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে প্রাণ ফিরে আসে। ১৭ মিনিটে এ্যান্থনি মার্শিয়ালের গোলে এগিয়ে যায় অতিথি ফ্রান্স। এগিয়ে যাওয়া ফরাসীদের স্বস্তি বেশিক্ষণ থাকেনি। চার মিনিট পরই ইতালিকে সমতায় ফেরান গ্রাজিয়নো পেল্লে। ডান দিক থেকে এডেরের করা পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন ফর্মে থাকা এই ফরোয়ার্ড। ২৮ মিনিটে আবারও এগিয়ে যায় ফ্রান্স। কর্নার কিক থেকে আসা বল ইতালির রক্ষণ পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পেয়ে যান অলিভিয়ের জিরুড। হাফভলিতে লক্ষ্যভেদ করেন আর্সেনাল ফরোয়ার্ড। বিরতির পর ৮১ মিনিটে পল পোগবার সহযোগিতায় ফরাসীদের হয়ে তিন নম্বর গোল করেন পিএসজির ডিফেন্ডার লেইভিন কুরজাভা। আগামী মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে বেলারুশের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স। ‘এ’ গ্রুপে তাদের অন্য চার প্রতিপক্ষ হল্যান্ড, সুইডেন, বুলগেরিয়া ও লুক্সেমবার্গ। ‘জি’ গ্রুপে ইতালি আগামী সোমবার নিজেদের প্রথম ম্যাচে ইসরাইলের মুখোমুখি হবে। গ্রুপে তাদের অন্য চার সঙ্গী স্পেন, আলবেনিয়া, মেসিডোনিয়া ও লিচেনস্টেইন। ফ্রান্স ও ইতালির মধ্যে ম্যাচে ভিডিও রিপ্লে ব্যবহার করা হয়। এর সফল ব্যবহারের মাধ্যমে ফুটবল ইতিহাস রচিত হয়েছে বলে দাবি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো। এই ম্যাচের বড় বিষয় ছিল মাঠের বাইরে ভিডিও রিপ্লের পরীক্ষামূলক ব্যবহার। ড্যানিয়েল ডি রোসির একটি হেডের পর ইতালির খেলোয়াড়রা দাবি করেছিল বক্সের মধ্যে বল কুরজাভার হাতে লেগেছে। বিষয়টি নিশ্চিত হতে ভিডিও রিপ্লে ব্যবহার করা হয়। ফিফা সভাপতি এ প্রসঙ্গে বলেন, আমরা এখানে ফুটবল ইতিহাস দেখেছি। আমরা এখন ২০১৬ সালে আছি তাই চেষ্টা করে দেখার সময় এটা। অবশ্যই আমরা সামনে আসা সব সমস্যার সমাধান করতে পারব না কিন্তু দেখি খেলার খুব বেশি বিঘœ না ঘটিয়ে রেফারিদের আমরা গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সহায়তা করতে পারি কিনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই জিব্রাল্টারকে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন ন্যানি। একটি করে গোল করেন ক্যান্সেলো, বি.সিলভা ও পেপে। নতুন কোচ জুলেন লোপেটেগির অধীনে শুভসূচনা করেছে স্পেন। বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে নামার আগে ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বেলজিয়ামের ব্রাসেলসে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় স্পেন। দ্রুত আক্রমণে যাওয়া ভিটোলোর শেষ মুহূর্তে বাড়নো বল দিয়াগো কোস্টার পা হয়ে পেয়ে যান সিলভা। দারুণ শটে গোল করেন ম্যানচেস্টার সিটির তারকা। ৬২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। বক্সের মধ্যে স্পেনের ভিটোলোকে জর্দান লুকাকু ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন সিটি মিডফিল্ডার। আইন্দহোভেনে গ্রীসের বিরুদ্ধে ম্যাচের ১৪ মিনিটে জর্জিনহোর গোলে এগিয়ে যায় হল্যান্ড। ২৯ মিনিটে কনস্টান্টিয়াস মিট্টোগলু গ্রীসকে সমতায় ফেরান। বিরতির পর ৭৪ মিনিটে জিয়ান্নিসের গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ২০০৪ ইউরোর চ্যাম্পিয়ন গ্রীস।
×