ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ অস্ত্র-গুলি ও বোমা উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

ঝিনাইদহে পুলিশের  সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ অস্ত্র-গুলি ও বোমা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২ সেপ্টেম্বর ॥ কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোরে কালীগঞ্জ-যশোর সড়কের পিরোজপুর কড়াইতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি, বোমা ও দেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় ২ কনস্টেবল আহত হয়েছেন। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, শুক্রবার ভোর ৩টা ২৫ মিনিটের সময় পিরোজপুর-কড়াইতলা এলাকায় একদল ডাকাত রাস্তার পাশের গাছ কেটে সড়কের ওপর ফেলে ডাকাতি করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ওই এলাকায় পৌঁছলে ডাকাতদল পুলিশের গাড়ি লক্ষ্য করে ৩টি বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। পুলিশও চালায় পাল্টা গুলি। বন্দুকযুদ্ধে পুলিশের পক্ষ থেকে ১৭ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়। এক পর্যায়ে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি গুলিভর্তি শাটারগান, ৫টি বোমা, ৪টি রাম দা, ২টি করাত ও দড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল-আমীন ও রতন নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।
×