ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে গোপন বৈঠক থেকে ইবি কর্মকর্তাসহ ৫ জামায়াত কর্মী আটক

প্রকাশিত: ০৫:৪৩, ৩ সেপ্টেম্বর ২০১৬

ঝিনাইদহে গোপন  বৈঠক থেকে ইবি কর্মকর্তাসহ ৫  জামায়াত কর্মী  আটক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২ সেপ্টেম্বর ॥ নাশকতার জন্য গোপন বৈঠক করার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রীড়া বিভাগের উপ-পরিচালক আনম সাইদুর রহমানসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে নাশকতামূলক কর্মকা- করার জন্য গোপন মিটিং করছেÑ এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের উপ-পরিচালক সাইদুর রহমান, হাসপাতালের পরিচালক শাহাদত হোসেন ও ৩ কর্মচারীকে আটক করা হয়। আটককৃতরা সবাই জামায়াত নেতা-কর্মী বলে তিনি জানান। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। রংপুরে শিবিরের শূরা সদস্য গ্রেফতার ॥ সংবাদদাতা জানান, গঙ্গাচড়া উপজেলার চেংমারী এলাকায় অভিযান চালিয়ে মামলার চার্জশীটভুক্ত শিবিরের শূরা সদস্য মাহমুদ হাসান স্বপনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে চেংমারী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চেংমারী গ্রামের মকবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, স্বপন গঙ্গাচড়া উপজেলা শিবিরের শূরা সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শিবির নেতা স্বপন নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
×