ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জার্মানির নতুন অধিনায়ক নিউয়ের

প্রকাশিত: ০৪:০৮, ২ সেপ্টেম্বর ২০১৬

জার্মানির নতুন অধিনায়ক নিউয়ের

স্পোর্টস রিপোর্টার ॥ বেয়ার্ন মিউনিখের তারকা গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরকে জার্মানি ফুটবল দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ বছর বয়সী নিউয়ের নাম ঘোষণা করে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। বাস্তিয়ান শোয়াইনস্টাইগার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ায় নিউয়েরকে নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে জার্মানি। আগামী রবিবার ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক নরওয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হবে নিউয়েরের। অবশ্য এর আগেই অধিনায়কত্ব করার স্বাদ পেয়েছেন সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষক। সবশেষ ইউরো টুর্নামেন্টেই দারুণ অভিজ্ঞতা হয় তার। ইউরোপসেরার আসরে জার্মানির ছয় ম্যাচর পাঁচটিতেই অধিনায়কত্ব করেন নিউয়ের। নিয়মিত অধিনায়ক শোয়াইনস্টাইগার হাঁটুর ইনজুরিতে ভোগায় এ সুযোগ হয়েছিল তার। নিউয়েরের অধিনায়কত্বে ইতোমধ্যে জার্মানি খেলেছে ১৪টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে ব্রাজিল বিশ্বকাপের পর ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে জার্মানি হার মানে ৪-২ গোলে। নিউয়েরকে অধিনায়ক মনোনীত করায় সন্তোষ জানিয়েছেন জার্মানির সাবেক তারকা লোথার ম্যাথিউস। জার্মানি যোগ্য ব্যক্তিকে অধিনায়ক করেছে জানিয়ে ম্যাথিউস বলেন, তার ব্যক্তিত্ব অসাধারণ। নেতার যা গুণাবলী থাকা দরকার তার সবই আছে নিউয়েরের মধ্যে। দলকে সঠিক পথে রাখতে তার চেয়ে যোগ্য আর নেই। সে সত্যিই অসাধারণ অধিনায়ক। জাতীয় শূটিংয়ে সেনাবাহিনী চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় শূটিং প্রতিযোগিতার ২৮তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে। তারা ১১ স্বর্ণ, ১৩ রৌপ্য এবং ১১ তাম্রপদকসহ মোট ৩৫ পদক লাভ করে। গুলশান শূটিং রেঞ্জে বুধবার সমাপ্ত এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীসহ ৩৫ শূটিং ক্লাব অংশগ্রহণ করে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন। সেনাবাহিনীর ২৭ পুরুষ ও ১০ মহিলা শূটার ২৩ ইভেন্টে অংশ নেন। গত ২০১৫ সালে অনুষ্ঠিত জাতীয় শূটিং প্রতিযোগিতাও চ্যাম্পিয়ন হয়েছিল সেনাবাহিনী। সেবার তারা অর্জন করেছিল ৭ স্বর্ণ, ৬ রৌপ্য ও ৫ তাম্রপদক। গত ২৬ আগস্ট বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন।
×