ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পশুর হাটে চাঁদাবাজি করতে দেয়া হবে না সাঈদ খোকন

প্রকাশিত: ০৮:২২, ১ সেপ্টেম্বর ২০১৬

পশুর হাটে চাঁদাবাজি করতে দেয়া হবে না সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-আযহায় ঢাকা দক্ষিণের যে কোন পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজি করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। এমনকি কেউ যদি চাঁদাবাজি করেন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বুধবার হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টারে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠানে জনগণের এক প্রশ্নের উত্তর অনুষ্ঠানে মেয়র এলাকাবাসী উত্থাপিত রাস্তাঘাট, পানি, গ্যাস, বিদ্যুত, বাতি, পয়ঃনিষ্কাশন, পরিচ্ছন্নতা, মাদক, নিরাপত্তাসহ নাগরিক সেবা সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে যেগুলো সম্ভব সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তা সমাধানের নির্দেশ দেন। এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, স্থানীয় নাগরিকদের সুবিধার্থে হাজারীবাগ পার্কটি সুন্দর, উন্নত ও আধুনিক মানের করে গড়ে তুলতে সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ করেছি। শীঘ্রই পার্কের উন্নয়ন কাজ শুরু করা হবে।
×