ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সময় টিভি টক শো’র অডিও, ভিডিও ও ট্রান্সক্রিপ্ট চেয়েছে আপীল বিভাগ

প্রকাশিত: ০৬:০২, ১ সেপ্টেম্বর ২০১৬

সময় টিভি টক শো’র অডিও, ভিডিও ও ট্রান্সক্রিপ্ট চেয়েছে আপীল বিভাগ

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাজ নিয়ে প্রধান বিচারপতির অসন্তোষের প্রেক্ষাপটে সময় টিভিতে প্রচারিত একটি টক শো’র বক্তব্য অবমাননাকর কি-না, তা খতিয়ে দেখতে ওই অনুষ্ঠানের অডিও, ভিডিও ও ট্রান্সক্রিপ্ট চেয়েছে আপীল বিভাগ। মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর রিভিউ রায় খারিজের পর মঙ্গলবার রাতে প্রচারিত ওই আলোচনা অনুষ্ঠানের অডিও, ভিডিও ও ট্রান্সক্রিপ্ট আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে সর্বোচ্চ আদালতে দাখিল করতে হবে। টেলিভিশন স্টেশনের সিইও বা প্রযোজককে ওই সময়ের মধ্যে সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দফতরে সেগুলো জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার রাত দশটায় টিভির নিয়মিত আলোচনা অনুষ্ঠান ‘সম্পাদকীয়তে’ এসব বিষয় আলোচনায় আসে, যা বুধবার সকালে পুনর্প্রচার করা হয়। তাদের মঙ্গলবারের আলোচনা অনুষ্ঠানের শিরোনাম ছিল “যুদ্ধাপরাধের বিচার এবং ‘কাঠগড়ায়’ প্রসিকিউশন”। সঞ্চালনায় ছিলেন সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও সাংবাদিক স্বপন দাশগুপ্ত। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বুধবার বিষয়টি আদালতের নজরে আনলে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারকের আপীল বেঞ্চ এই আদেশ দেয়। সকাল সাড়ে ৯টার দিকে আদালত বসার পর এ্যাটর্নি জেনারেল দাঁড়িয়ে সময় টিভির সেই টক শো’র বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘এই আদালত, ট্রাইব্যুনাল ও মীর কাশেমের রায় নিয়ে টক শো’তে যে সব আলোচনা হয়েছে, তা অবমাননাকর কি-না, তা খতিয়ে দেখা উচিত।’ এ সময় আদালত ওই টেলিভিশন স্টেশনের নাম জানতে চাইলে এ্যাটর্নি জেনারেল জানান, ‘সময় টিভি’। উল্লেখ্য, মঙ্গলবার মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনা চেয়ে মীর কাশেমের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপীল বিভাগ। পরে রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে কারাগারসহ সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়। এখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাইলে তার দ- যে কোন সময় কার্যকর হতে পারে।
×