ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমআইএসটিতে রিসার্চ ল্যাব উদ্বোধন ও শর্ট কোর্সের সনদ বিতরণ

প্রকাশিত: ০৪:৩২, ১ সেপ্টেম্বর ২০১৬

এমআইএসটিতে রিসার্চ ল্যাব উদ্বোধন ও শর্ট কোর্সের সনদ বিতরণ

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সদ্য প্রতিষ্ঠিত পোস্টগ্রাজুয়েট রিসার্চ ল্যাবের উদ্বোধন ও উক্ত ডিপার্টমেন্ট পরিচালিত মোবাইল এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শর্ট কোর্স-’১৬ এর সনদ বিতরণ অনুষ্ঠান বুধবার এমআইএসটি’র মাল্টি পারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন। কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কর্নেল এ বি এম হুমায়ুন কবীর অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ন করেন। অনুষ্ঠানে সকল শাখা প্রধান, ফ্যাকাল্টির ডিনবৃন্দ, ডিপার্টমেন্টের প্রধানগণ, শিক্ষকবৃন্দসহ কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। -আইএসপিআর বাংলার পিঠা পুরান ঢাকা তার ঐতিহ্য ধরে রেখেছে খাবারের জন্য। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের জায়গাই যেন এই পুরান ঢাকা। সকাল থেকে মধ্যরাত অবধি পুরান ঢাকার খাবারের দোকানগুলো খোলা থাকে। রায়সাহেব বাজারে একটি পিঠার দোকানে পাওয়া যায় গ্রামবাংলার হরেক রকমের পিঠা। ৫ টাকা থেকে শুরু করে ৬০ টাকার মধ্যে এই পিঠাগুলো রাত অবধি বিক্রি হয়। ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। প্রিন্সিপাল ইবরাহীম খাঁর জন্মবার্ষিকী আজ সাবেক এম এন এ, উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল ও একুশে পদক বিজয়ী সাহিত্যিক প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ১২২তম জন্মবার্ষিকী ১ সেপ্টেম্বর। তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে ১৮৯৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে এমএ ডিগ্রী নিয়ে করটিয়া এইচএম ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি সরকারী সা’দত কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। এছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট, বাংলা একাডেমির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা, ঢাকার মিরপুরসহ সরকারী বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারী কলেজের প্রতিষ্ঠাতা তিনি। এ উপলক্ষে আজ ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচী গ্রহণ করেছে। -বিজ্ঞপ্তি
×