ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মীর কাশেমের ফাঁসি বহাল ॥ আনন্দ মিছিল

প্রকাশিত: ০৪:১০, ৩১ আগস্ট ২০১৬

মীর কাশেমের ফাঁসি বহাল ॥ আনন্দ মিছিল

জনকণ্ঠ ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসি বহাল রাখায় মঙ্গলবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসি বহাল থাকায় রাজশাহীতে আনন্দ মিছিল করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। মঙ্গলবার সকালে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে রায় ঘোষণার পর তারা এ আনন্দ মিছিল বের করে। রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে বের করা আনন্দ মিছিলটি মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে কুমারপাড়া, আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ সেøাগান দেন- ‘বাঙালী জাতি মুক্ত হলো, মীর কাশেমের ফাঁসি হলো।’ এ সময় অবিলম্বে যুদ্ধাপরাধী কাশেমের ফাঁসি কার্যকরের দাবি জানান তারা। কিশোরগঞ্জ ॥ মীর কাশেমের ফাঁসির রায় আপীল বিভাগে বহাল থাকায় কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। মঙ্গলবার রায় প্রকাশের পর দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয় প্রাঙ্গণে বক্তৃতা করেন- ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, এ্যাডভোকেট বাসিরউদ্দিন ফারুকী, সদর উপজেলা কমান্ডের সভাপতি মতিউর রহমানসহ অন্যরা। পরে জেলার মুক্তিযোদ্ধারা একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন। ফরিদপুর ॥ একাত্তরের ঘাতক মীর কাশেম আলীর ফাঁসি বহাল রাখায় ফরিদপুরে আনন্দ মিছিল করেছেন জেলা স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে শহরের থানা রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিলটি বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী, অনিমেষ রায় প্রমুখ। বক্তারা অবিলম্বে একাত্তরের জল্লাদ কাশেম আলীর ফাঁসির দ- কার্যকরের দাবি জানান। শাবি ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। মঙ্গলাবার দুপুর একটায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সাধারণ সম্পাদক ইমরান খান, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, যুগ্ম-সম্পাদক সাজিদুল ইসলামসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×