ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমানের ফার্স্ট অফিসার যানজটে আটকা, তাই-

প্রকাশিত: ০৯:০০, ৩০ আগস্ট ২০১৬

বিমানের ফার্স্ট অফিসার যানজটে আটকা, তাই-

স্টাফ রিপোর্টার ॥ একজন ফার্স্ট অফিসার ‘যানজটে আটকে পড়ায়’ বিমানের ঢাকা-যশোর ফ্লাইট দেড় ঘণ্টা বিলম্বে ছেড়েছে। সোমবার বিমানের বিজি-৪৬৭ ফ্লাইটে এ বিপত্তি ঘটে। ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল বিকেল সাড়ে চারটায়। দু’বার সময় পরিবর্তনের পর সেটা ঢাকা ছেড়েছে ছয়টা ৫ মিনিটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিমান কর্মকর্তা জানান, ওই ফ্লাইটের ক্যাপ্টেন মনজুরুল এম হক সঠিক সময়ে বিমাবন্দরে পৌঁছলেও ফার্স্ট অফিসার মুনতাসীর মাহবুব পৌঁছাতে দেরি করেন। তাই ফ্লাইটটিও ছাড়ল দেড় ঘণ্টা দেরিতে। যাত্রীদের নতুন সময় দেয়া হয় ৫টা ৫০ মিনিট। ওই অফিসার মূলত তার ঢাকার বাসা থেকে বেরিয়েই যানজটে পড়েন। এতে তিনি সময়মতো বিমান ধরতে না পারায় যাত্রীসহ অন্য স্টাফকেও অপেক্ষায় থাকতে হয়। ওই ফ্লাইটের যাত্রী, যুক্তরাষ্ট্রপ্রবাসী একজন জানান, কেন দেরিতে ছাড়ছে তা স্পষ্ট করে বলছে না কর্তৃপক্ষ। তবে চারটা ৩০-এর ছেড়ে যাওয়ার বিমানের নতুন সময় দেয়া হয় পাঁচটা ৫০ মিনিট। পরে অবশ্য বিমানটি সন্ধ্যা ছয়টা ৫ মিনিটে যশোরের উদ্দেশে ঢাকা ছেড়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিমানের পর্ষদ চেয়ারম্যান এয়ারমার্শাল ইনামুল বারি জনকণ্ঠকে বলেছেন, বিষয়টি কেউ আমার নলেজে দেয়নি। ভালই হয়েছে আপনি আমাকে জানিয়েছেন। আমি এখন খোঁজ করে এ্যাকশন নিতে পারব।
×