ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৬, ৩০ আগস্ট ২০১৬

টুকরো খবর

রাবিতে হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ রাবি সংবাদদাতা ॥ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষিকার পদত্যাগ দাবি করেছেন ওই হলের আবাসিক শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান করে শতাধিক ছাত্রী বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিন এবং আবাসিক শিক্ষিকা পাক নেহাদ বানুর কাছে হলের বিভিন্ন সমস্যার কথা জানাতে গেলে তারা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। শিক্ষার্থীদের হল ছেড়ে দিতেও বলেন তারা। এমনকি ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষিকার পদত্যাগ দাবিতে রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আধাঘণ্টা অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা। পরে রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মিজানুর রহমানের সঙ্গে দেখা করে ২৪৬ শিক্ষার্থীর স্বাক্ষরিত অভিযোগপত্র ছাত্র উপদেষ্টার কাছে জমা দেন। এ অভিযোগ অস্বীকার করে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিন বলেন, আমার বিরুদ্ধে সাজানো অভিযোগ। এ ধরনের কোন কাজই আমি করিনি। আর পাক নেহাল বানুও অমায়িক মানুষ। জানতে চাইলে অভিযোগের বিষয়ে কিছু জানেন না জানিয়ে পাক নেহাদ বানু বলেন, আমি তো হলে সুষ্ঠুভাবেই আছি। কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করেনি। এখন পর্যন্ত প্রশাসন থেকেও কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়েল ছাত্র উপদেষ্টা মিজানুর রহমান বলেন, আবাসিক শিক্ষার্থীদের সব সমস্যা শুনেছি। ঘটনাগুলো সত্যি হয়ে থাকলে তা দুঃখজনক। এ বিষয়ে আমি প্রশাসনের কর্তাব্যক্তিদের জানিয়ে ব্যবস্থা নিতে বলব। নেত্রকোনায় প্রকল্প সমাপনী সভা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৯ আগস্ট ॥ নেত্রকোনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোমবার বেসরকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে ‘জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরণগত পরিবর্তন’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ এর উন্নয়নের জন্য যোগাযোগ কর্মসূচীর সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ময়মনসিংহ ফিল্ড অফিসের প্রধান ওমর ফারুক ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীলোৎপল তালুকদার। পুষ্টি সেবা উন্নয়ন প্রকল্প বিষয়ে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৯ আগস্ট ॥ মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টি সেবা উন্নয়নে ঠাকুরগাঁওয়ের সকল উপজেলার সকল ইউনিয়নে ৫ বছর মেয়াদী একটি প্রকল্প শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে সোমবার প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেনÑ সিভিল সার্জন ডাঃ এহসানুল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আরশেদ আলী, জেলা পরিবার-পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর সিনিয়র ম্যানেজার অসিম চ্যাটার্জী ও প্রজেক্ট ম্যানেজার জেরিনা রেশমা। পুলিশ পরিচয়ে গরু লুটের চেষ্টা নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৯ আগস্ট ॥ চট্টগ্রামের পটিয়ায় পুলিশ পরিচয়ে বেশ কয়েকটি গরু লুটের চেষ্টা করা হয়েছে। মুখোশ পরিহিত সংঘবদ্ধরা রবিবার গভীর রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের তিয়ারকুল এলাকায় প্রবেশ করলে এলাকার লোকজন তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে এলাকার লোকজনকে লক্ষ্য করে ডাকাত দল ৮-১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি। সকালে গুলির ৪টি খোসা উদ্ধার করে থানা পুলিশকে হস্তান্তর করা হয়। দুই পল্লী চিকিৎসকের জেল-জরিমানা নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৯ আগস্ট ॥ সোমবার দুপুরে বগুড়ার সান্তাহারে দুই পল্লী চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিচারক ছিলেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা পারভীন। জানা গেছে, শহরের অতি জনপ্রিয় দুই পল্লী চিকিৎসক ময়না ফার্মাসির মালিক আমজাদ হোসেন আইন ও প্রতিভা ক্লিনিকের মালিক বিপুল চন্দ্র তাদের নামের পূর্বে দীর্ঘদিন ধরে বেআইনীভাবে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করে আসছে। নড়াইলে সুলতান উৎসব শুরু নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৯ আগস্ট ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার থেকে নড়াইলে শুরু হচ্ছে তিনদিনব্যাপী সুলতান উৎসব। বিকেল সাড়ে ৩টায় সুলতান মঞ্চ চত্বরে উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। আগামী ১ সেপ্টেম্বর এ উৎসব শেষ হবে। উৎসবে আর্টক্যাম্প, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, সুুলতানের কর্ম ও জীবনভিত্তিক আলোচনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ১ সেপ্টেম্বর চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। বজ্রপাতের আগুনে পাঁচ ঘর পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বজ্রপাতের আগুনে এক পরিবারের পাঁচটি বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় আঞ্জুয়ারা ও পারুল নামের দুই গৃহবধূ আহত হয়। সোমবার সকাল সাড়ে আটটায় ঘটনাটি ঘটে নীলফামারীর জলঢাকা পৌর এলাকার উত্তর কাজিরহাট আজগার মাস্টারপাড়া মহল্লায়। স্থানীয় ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, প্রবল বেগে বাতাসের মধ্যে প্রচ- শব্দে আমিনুর রহমানের বাড়ির ঘরের টিনের ওপর বজ্রপাত আঘাত হানে। বজ্রপাতের আঘাতে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে ওই বাড়ির দুই গৃহবধূ আঞ্জুয়ারা ও পারুল ঘর থেকে বেরিয়ে এলে তারা আগুনে আহত হন। এ ঘটনার প্রায় ৩০ মিনিট আগে থেকে এলাকায় বিদ্যুত সংযোগ ছিল না। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৯ আগস্ট ॥ সুনামগঞ্জে এলজিইডি-হিলিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি কর্মসূচী পালিত হয়েছে। রবি ও সোমবার সকাল থেকে পূর্ণদিবস জেলার সকল উপজেলায় একযোগে নিজ নিজ কর্মস্থলে এ কর্মবিরতি পালন করে। কর্মসূচী পলনকাল বক্তব্য রাখেনÑ এলসিএস অর্গানাইজার নুরুল ইসলাম জিহাদী, আসাদুজ্জামান, জামাল উদ্দিন প্রমুখ। বক্তারা তাদের বেতন-ভাতাদি সরকারী বিধিমোতাবেক বৃদ্ধির দাবি করে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরাধীন অন্যান্য প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি বৃদ্ধি করা হলেও হিলিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি বৃদ্ধি করা হয়নি। ফলে বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত বেতন-ভাতাদি বৃদ্ধির দাবি জানানো হয়। পরে নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রকল্প পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরাধীন হাওড়াঞ্চলের পাঁচটি জেলায় ‘হাওড়াঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প-হিলিপ’ যাত্রা শুরু করে। তখন থেকে কর্মকর্তা-কর্মচারীদের কোন বেতন-ভাতাদি বৃদ্ধি করা হয়নি। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে দুর্বৃত্তের হাতে শিক্ষক হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেনÑ কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণচন্দ্র সরকার, প্রধান শিক্ষক তবারক আলী বিএসসি, আব্দুল আউয়াল, মঞ্জুরুল ইসলাম, শিক্ষক জরিনা বেগম প্রমুখ। গ্রেনেড হামলার প্রতিবাদে সভা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৯ আগস্ট ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার প্রতিবাদে মাগুরায় সোমবার দুপুরে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা জেলা ইউনিট কমান্ড। শহরের সাবরেজিস্ট্রি অফিস মোড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার ও শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কামরুল লায়লা জলি এমপি। শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৯ আগস্ট ॥ সীতাকু-ে রাতের আঁধারে কার্টিং কাজ করার সময় লোহার প্লেট চাপা পড়ে মোঃ রাজু (২৮) নামে শিপব্রেকিং ইয়ার্ডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাত দেড়টায় উপজেলার কুমিরা এলাকার রাজা কাশেমের মালিকানাধীন বিবিসি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু সীতাকু- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া এলাকার জামাল উদ্দিনের পুত্র ও শিপব্রেকিং ইয়ার্ডের কার্টারম্যান। দুবর্ৃৃত্তদের আগুনে পুড়ল পাঠাগার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার রামপাল ইউনিয়নের হাতিমারায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে আমানউল্লাহ সমাজকল্যাণ সংসদ, পাঠাগার ও একটি ব্যবসা প্রতিষ্ঠান। পাঠাগারটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন জানান, সোমবার ভোর সাড়ে চারটার দিকে কেরোসিন ঢেলে কে বা কারা পাঠাগারে আগুন দেয়। এর আগেই প্রশিক্ষণকাজে ব্যবহৃত চারটি কম্পিউটার, ১০টি সেলাই মেশিন, প্রোজেক্টর, হাজার হাজার বইসহ পুরো ঘরটি পুড়ে যায়। এ সময় পাশে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করায় আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ এক গৃহবধূর ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট ও মন্তব্য করার অভিযোগে আলমগীর হোসেন নামে এক কলেজ পরিদর্শককে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের নারকেলতলা এলাকার একটি মোটরসাইকেলের শোরুম থেকে তাকে আটক করা হয়। আলমগীর হোসেন সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার অধ্যক্ষ আব্দুস সোবহানের ছেলে এবং শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের পরিদর্শক। পুলিশ জানায়, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে সদর উপজেলার আবাদেরহাট এলাকার এক গৃহবধূকে ফেসবুকে বিভিন্ন সময় আপত্তিকর মন্তব্য করে আসছিল। সম্প্রতি ওই গৃহবধূর ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট ও মন্তব্য করার অভিযোগে গৃহবধূর দেয়া তথ্য অনুযায়ী শহরের নারকেলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাতকানিয়ায় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ জনের জন্য পৃথক ৭ দিনের রিমান্ড আবেদন করেছে আদালতে। তবে ডাকাতের উপদ্রব থেকে প্রবাসী, বিত্তশালী এমনকি মধ্যবিত্তরাও রেহাই পাচ্ছে না। এমন অভিযোগ দীর্ঘদিনের হলেও বিভিন্ন সময়ে জেলা পুলিশের অভিযানে দুই-এক ডাকাত গ্রেফতারের ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় অভিযানে গ্রেফতারকৃতদের সাঙ্গোপাঙ্গরা ঠিকই থেকে যাচ্ছে সন্ত্রাসী কার্যক্রমে ও মানুষকে ভয়ভীতি দেখিয়ে লুটে নেয়ার কাজে। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৩টি ধারালো অস্ত্র এবং ২৪টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ২৮ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে ৪ জনের একটি ডাকাত দল সাতকানিয়ার ঢেমশা এলাকায় অবস্থান নিচ্ছেÑ এমন তথ্যে শুরু হয় পুলিশী অভিযান। এ অভিযানে ওই এলাকার কালামের চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয় দক্ষিণ ঢেমশা এলাকার মহসিন কায়সার, সাতকানিয়া আমিলাইশ এলাকায় আবুল কাশেম, বোয়ালখালীর উত্তর করলডেঙ্গা এলাকার শঙ্কর চৌধুরী ও ভোলার লালমোহন এলাকার জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। ফেনসিডিলসহ আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শহরের তালতলা এলাকা থেকে দুই শ’ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকালে ইঞ্জিনচালিত ট্রলিযোগে সাতক্ষীরা থেকে খুলনায় যাওয়ার পথে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। জানা যায়, তালতলা এলাকায় পুলিশ একটি ইঞ্জিনচালিত ট্রলি চ্যালেঞ্জ করে সেটি জব্দ করে। পরে ট্রলিতে তল্লাশি চালিয়ে উক্ত দুই শ’ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করে। আটককৃতরা হলেন ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজী, তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের জাকির হোসেন ও একই উপজেলার ধূলান্ডা গ্রামের মহসিন। চট্টগ্রামে ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতের কোস্টগার্ডের দুটি জাহাজ। ‘আনমল’ ও ‘ভিশওয়াস্ট’ নামের জাহাজ দুটি সোমবার বেলা ১১টার দিকে এসে পৌঁছায়। চট্টগ্রাম বন্দর ১ নম্বর জেটিতে। ভারতীয় দুই জাহাজকে স্বাগত জানান কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ও কর্মকর্তারা। কোস্টগার্ড সূত্রে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও নিবিড় করতে এই শুভেচ্ছা সফর। জাহাজ দুটি বাংলাদেশ জলসীমায় এসেছে ৫ দিনের জন্য। এই ভারতীয় জাহাজের কর্মকর্তারা বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। পাসপোর্ট অফিসের ১১ দালাল আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৯ আগস্ট ॥ ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ১১ জন দালালকে আটকের পর ১ মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেজবাউল করিম এ দ-াদেশ প্রদান করেন। দ-িতরা হলো- ঝিনাইদহ শহরের লক্ষ্মীকোল গ্রামের খোরশেদ ম-লের লাল চাঁদ, উপশহর পাড়ার সজল ইসলাম, হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের স্বপন মোল্লা, সদর উপজেলার পাগলা কানাই এলাকার কনক মিত্রের ছেলে দিপংকর মিত্র, পোড়াহাটি গ্রামের শামসুর ইসলাম, চাপড়ী গ্রামের জিল্লুর রহমান, হামদহ এলাকার টনি কুন্ডু, শিকারপুর গ্রামের জয়দেব, মুনড়িয়া গ্রামের সাধন বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আনোয়ার ইসলাম, এলাঙ্গী গ্রামের তাজুল ইসলাম। পুলিশী অভিযানে গ্রেফতার ৮৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত পুলিশী অভিযানে ৪ সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। অপরদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে বিভিন্ন ধরনের ৭৯টি যানবাহন আটক এবং প্রায় ৫ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। সোমবার ভোর পর্যন্ত চব্বিশ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, অভিযানে উদ্ধার হয়েছে ১ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ লিটার মদ ও প্রায় ৪ কেজি গাঁজা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা দায়ের হয়েছে। চব্বিশ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৮৩ জনের মধ্যে চারজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। পুলিশ তাদের খুঁজছিল। এদিকে চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে এদিন ৭৭৭টি মামলা দায়ের হয়। এর মধ্যে ১৯৩টি অটোরিক্সা সংক্রান্ত। এদিন ১২টি সিএনজি অটোরিক্সাসহ যানবাহন আটক করা হয়েছে ৭৯টি। এ সংক্রান্তে মামলা দায়ের হয়েছে ১৯৩টি। মরা গরুর মাংস বিক্রি ॥ আটক এক সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৯ আগস্ট ॥ পাথরঘাটায় মরা গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করার অভিযোগে এক কসাইকে আটক করেছে পৌর কর্তৃপক্ষ। সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার মাংসবাজার থেকে কসাই ফারুককে আটক করা হয়। মাংসসহ কসাইকে পাথরঘাটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে তিনি জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করেন। পৌর মেয়র জানান, ছত্তারের ছেলে হানিফার একটি ভরন্ত গাভী খুরাচাল রোগে আক্রান্ত হলে বাজারের মাংস বিক্রেতাদের কাছে গরুটি ১০ হাজার টাকায় বিক্রি করেন। সোমবার রাত ৩টার সময় অসুস্থ গরুটি ভ্যানগাড়িতে করে নেয়ার পথে মারা যায়। এ সময় গরুটি জবাই করে সকালে বাজারে ৪৫০ টাকা দরে মাংস বিক্রি করেন। ১২০০ ক্যান বিয়ারসহ আটক ২ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৯ আগস্ট ॥ আড়াইহাজারে ১২০০ ক্যান বিয়ার ও ৬ বোতল বিদেশী মদসহ শিপন (৩০) ও শামীম হোসেন মনির (৩০) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। সোমবার ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি সিলভার কালার প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-২১-৮৭৯১) গতিরোধ করে। প্রাইভেকারে তল্লাশি করে পুলিশ সাদা প্লাস্টিকের ২০টি বস্তায় ৫০টি কার্টনের মধ্যে এ্যাটলাস ও হল্যান্ড নামে ১২০০ ক্যান বিয়ার ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ সময় দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। ঈদে রেলযাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে পুলিশ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আসন্ন ঈদ-উল-আযহার আগে ও পরে রেলযাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মহম্মদ আবুল কাশেম। তিনি জানান, ঈদে প্রতিটি স্টেশনে নারী পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হবে। যাত্রীদের যে কোন সমস্যা হলে তথ্যকেন্দ্রে জানানোর সুযোগ রাখা হবে। রবিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর পুলিশ ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আসন্ন ঈদে অজ্ঞান ও মলম পার্টি থেকে সতর্ক থাকার জন্য লিফলেট বিতরণ করা হবে। হকারমুক্ত রাখা হবে প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্ম। এ সময় তিনি অনলাইনে টিকেট কিনে প্রতারিত না হতে সবার প্রতি আহ্বান জানান। সভায় পশ্চিমাঞ্চল রেলের পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান, এএসপি সদর আহসান হাবিব, সৈয়দপুর জিআরপি থানার ওসি লুৎফর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বজ্রপাতে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৯ আগস্ট ॥ কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে কৃষক মামুন শিকদার মারা গেছেন। আহত হয়েছেন সুমন শিকদার (৩০) ও রুবেল (২৮) নামের আরও দুই কৃষক। জানা গেছে, কৃষকরা হালচাষ করার সময় হঠাৎ বজ্রপাতে মামুন, সুমন ও রুবেল অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিংড়ি ঘেরে ডাকাতি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ার খুটাখালীতে ডাকাতরা চিংড়ি ঘেরে ফাঁকা গুলিবর্ষণ করে পাঁচ মণ চিংড়ি, ২০ হাজার টাকা, পাঁচটি মোবাইল সেট ও ১১টি জাল লুট করেছে। সোমবার ভোর ৫টায় ফুলছড়ি কেরানীঘোনায় ঘটে এ ঘটনা। জানা যায়, ১৫-২০ জন অস্ত্রধারী ডাকাত কেরানীঘোনার ঘের শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে লুটপাট চালায়। ডাকাতদের প্রহারে আবুল কালাম ও ছৈয়দ হোছাইনসহ আহত হয়েছে পাঁচ শ্রমিক। তাদের ভর্তি করা হয়েছে চকরিয়া হাসপাতালে।
×