ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত হযেছে ৪০ লাখ মানুষ

প্রকাশিত: ২০:৫০, ২৯ আগস্ট ২০১৬

বন্যায় ক্ষতিগ্রস্ত হযেছে ৪০ লাখ মানুষ

স্টাফ রিপোর্টার॥ সাম্প্রতিক বন্যায় দেশের ২০ জেলায় সোয়া ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ হাজার। বন্যায় সারা দেশে মারা গেছেন ৭৬ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনের তথ্য থেকে এসব জানা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালেয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান ও সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি) বন্যাদুর্গত ২০ জেলা থেকে ক্ষয়ক্ষতির এসব তথ্য সংগ্রহ করেছে। জেলা প্রশাসক, জেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার (ডিআরও) মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে গত মাসের (জুলাই) শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা দেখা দেয়। চলতি মাসের (আগস্ট) মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয় এ বন্যা। যদিও ফারাক্কা গেট খুলে দেয়ার কারণে পদ্মা বেসিনে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার তথ্য এ প্রতিবেদনে অন্তভূক্ত হয়নি। প্রতিবেদন অনুযায়ী, বন্যার কারণে ২০ জেলার ৯৫ উপজেলা, ৫২৯ ইউনিয়ন ও ১৩টি পৌরসভায় ক্ষয়ক্ষতি হয়েছে। ৪০ লাখ ২৩ হাজার ১৯০ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ৯ লাখ ৯ হাজার ৬৯০টি। মোট পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ লাখ ১৩ হাজার ৩২৮টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এক লাখ ৬৯ হাজার ৩৬৫ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদিপশু মারা গেছে ১৭টি। ২ হাজার ৩১২টি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৪৪৪ কিলোমিটার কাঁচা ও পাকা সড়ক, ৪৮টি ব্রিজ-কালভার্ট এবং ১২০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়।
×