ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অলিম্পিয়ানদের দেওয়া উপহার নিয়ে বিতর্কে রাশিয়া

প্রকাশিত: ১৯:৩৬, ২৭ আগস্ট ২০১৬

অলিম্পিয়ানদের দেওয়া উপহার নিয়ে বিতর্কে রাশিয়া

অনলাইন ডেস্ক॥ লাক্সারি কার, অ্যাপার্টমেন্ট, এমনকি রেসের ঘোড়া- রাশিয়ার রিও অলিম্পিক পদকজয়ীরা এমন উপহারে ভাসছেন। কিন্তু সেই উপহার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরাবর তার দেশের অলিম্পিক হিরোদের বড় বড় উপহার দেন। এই বৃহস্পতিবারও রিওর বীরদের তেমনটা দিলেন। BMW গাড়ির সাথে নগদ অর্থও দিয়েছেন উপহার। শুক্রবারের ঘটনা। পুতিন ক্রেমলিনে অলিম্পিক চ্যাম্পিয়নদের গাড়ি দিয়েছেন তার ২৪ ঘণ্টাও পার হয়নি। অনলাইনে একটি BMW X6 গাড়ি বিক্রির বিজ্ঞাপন চলে আসে। ছবিতে দেখা যায়, গাড়িতে তখনো রাশিয়ার পদক জয়ের উৎসবের স্টিকার লাগানো। মানে কোনো অলিম্পিয়ানের পাওয়া গাড়ি। বিজ্ঞাপনে সেটি ৪.৬৭ মিলিয়ন রুবল বা ৭২ হাজার ডলারে বিক্রির প্রস্তাব রাখা হয়। বার্তা সংস্থা এপির সংবাদ, দ্রুত এই বিজ্ঞাপন প্রত্যাহার করা হয়। রাশিয়ান সংস্থা আর-স্পোর্টের সংবাদ, গাড়িটি এক অলিম্পিয়ানের। সেটি তার জন্য অনেক বড় বলেই বিক্রি করতে চাচ্ছেন। ফিগার স্কেটার ম্যাক্সিম ট্রানকভ ২০১৪ উইন্টার অলিম্পিকে সোনা জেতেন। এরপর সরকার তাকে একটি মার্সিডিজ-বেঞ্জ উপহার এসইউভি দেয়। তার মতে, খুব অল্প অলিম্পিয়ানের এমন গাড়ি রাখার সংগতি আছে। তিনি টুইটারে লিখেছেন, "সুযোগ পেলে আমিও আমার গাড়ি বিক্রি করে দেবো...সবাই কি ভাবে ফুটবল, হকি কিংবা টেনিস খেলোয়াড়দের মতোই সবাই আয় করে?" জিমন্যাস্ট সেডা তুতখালিয়ান BMW পেয়েছেন। কিন্তু বয়স মাত্র ১৭। লাইসেন্স পাবেন না বলে চালাতে পারবেন না। বাংলাদেশি কন্যা রিদমিক জিমন্যাস্টিক্সে অলিম্পিক চ্যাম্পিয়ন মার্গারিটা মামুন অবশ্য তার BMW মা আনাকে দিয়ে দেবেন বলে জানিয়েছেন। অনলাইনে অনেক মন্তব্য এই দামী উপহার বিক্রির পক্ষে। অনেকে অবশ্য রাশিয়ার সমালোচনা করেছেন। কারণ পেনশন ও স্বাস্থ্য খাতে অর্থনৈতিক সঙ্কটে দেশটি। জানা যায়নি কতো টাকা রুশ সরকারের লেগেছে ৫৬টি BMW এবং সাথে গদ অর্থ দিতে। তবে জানা গেছে, রাশিয়ার কিছু ধনী মানুষ গাড়ির খরচ বহন করেছেন। আর উপহারের টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়েছে। একটি আঞ্চলিক সংস্থা পদকজয়ীদের অ্যাপার্টমেন্ট দেওয়ার ঘোষণা দিয়েছিল। আরেকটি আঞ্চলিক সংস্থা অলিম্পিকের চ্যাম্পিয়ন রেসলার আবদুল রশিদ সাদুলায়েভ ৬ মিলিয়ন রুবল বা ৯৩ হাজার ডলার নগদ দিয়েছে। সাথে দিয়েছে একটি রেসের ঘোড়া। টেলিভিশনে তা দেখানো হয়েছে। কিন্তু রাশিয়ান ট্যাংক নামে পরিচিত সাদুলায়েভ সরকারের দেওয়া BMW নিয়ে বিতর্কে। একটি রেডিওর উপস্থাপক তার বিরুদ্ধে বিপজ্জনক ড্রাইভিংয়ের অভিযোগ এনেছেন।
×