ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের বিরুদ্ধে যাত্রাশিল্পীদের মানববন্ধন

প্রকাশিত: ০৬:০০, ২৭ আগস্ট ২০১৬

জঙ্গীবাদের বিরুদ্ধে যাত্রাশিল্পীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান নিয়ে রাজপথে নেমেছেন যাত্রাশিল্পীরা। মানববন্ধন, মিছিল, কবিতা পাঠ ও পথযাত্রাপালা পরিবেশনের মধ্য দিয়ে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ একেকদিন একেক স্থানে তাদের শিল্পিত উচ্চারণ তুলে ধরছেন। সেই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সংস্থাটির সদস্যরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম, মুক্তিযোদ্ধা আব্দুল হক, মোঃ ইদ্রিস, রেখা রাণী গুহসহ বিভিন্ন জেলা থেকে আগত পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় মিলন কান্তি দে বলেন, রাজনৈতিক সঙ্কীর্ণতা ও ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এক সুরে জঙ্গীবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সেই সঙ্গে স্বাধীনতাবিরোধী চক্র জামায়াতকে নিষিদ্ধ এবং ব্লগারদের হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। জঙ্গীবাদবিরোধী কর্মসূচীতে যাত্রাশিল্পকে যুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশের সকল শিল্পকলা একাডেমিতে পর্যায়ক্রমে মাসব্যাপী দেশপ্রেমমূলক ও সন্ত্রাসবিরোধী যাত্রানুষ্ঠান আয়োজন করতে হবে। মানববন্ধন শেষে মিছিল নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল ফটকের সামনে পথযাত্রাপালার আয়োজন করা হয়। এতে সংস্থার শিল্পীরা বঙ্গবন্ধুকে নিয়ে ‘বাংলার মহানায়ক’, মুক্তিযুদ্ধ নিয়ে ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’ এবং ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রার অংশবিশেষ প্রদর্শন করেন। এরপর কবিতা পাঠ করেন মিলন কান্তি দে, আরিশা জামান অরিন ও রেখা রাণী গুহ।
×