ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উয়েফার বর্ষসেরা নারী ফুটবলার হেজারবার্গ

প্রকাশিত: ০৪:২৯, ২৭ আগস্ট ২০১৬

উয়েফার বর্ষসেরা নারী ফুটবলার হেজারবার্গ

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতলেন অলিম্পিক লিঁওর নরওয়ের আদা হেজারবার্গ। ফ্রান্সের এ্যামান্ডিন হেনরি এবং জার্মানির ডিসেনিফার মারোসানকে পেছনে ফেলে ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরস্কার নিজের করে নেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে মোনাকোয় অনুষ্ঠিত উয়েফার এই অনুষ্ঠান। আর সেখানেই তাকে এই পুরস্কার প্রদান করা হয়। এদিন তিনি সর্বোচ্চ ১৩ ভোট পেয়ে এই পুরস্কার নিজের করে নেন। জার্মানির না হয়ে এবারই প্রথম কোন প্রমীলা ফুটবলার হিসেবে উয়েফার বর্ষসেরার খ্যাতাব জিতলেন হেজারবার্গ। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে আদা হেজারবার্গের। অলিম্পিক লিঁওর জার্সিতে তিনটি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তার অসাধারণ পারফরর্মেন্সের সৌজন্যেই উয়েফা প্রমীলা চ্যাম্পিয়ন্স লীগ, ফ্রেঞ্চ লীগ এবং ফ্রেঞ্চ কাপের শিরোপা জয়ের স্বাদ পায় লিঁও। গত বছর সব ধরনের প্রতিযোগিতামূলক ৩৫ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ৫৪ গোল করেন তিনি। ফ্রেঞ্চ লীগের ২০ ম্যাচে করেন ৩৩ গোল। চ্যাম্পিয়ন্স লীগের ৯ ম্যাচ থেকে তার গোলের সংখ্যা ১৩। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লীগে সতীর্থদের দিয়ে আরও ৪ গোল করাতেও সহায়তা করেছেন তিনি। উয়েফা ইউরো বাছাইপর্বের ৬ ম্যাচে তার গোলের সংখ্যা সমান ৬। এছাড়া ১ গোল সতীর্থদের দিয়ে করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আদা হেজারবার্গ। আর গত মৌসুমে করা অসাধারণ এই পারফর্মেন্সেরই যেন স্বীকৃতি পেলেন নরওয়ের এই স্ট্রাইকার। ইউরোপের সেরা ফুটবলারের খ্যাতাব জিতে দারুণ রোমাঞ্চিত আদা হেজারবার্গ। এ প্রসঙ্গে ২১ বছরের এই প্রতিভাবান ফুটবলার নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘লিঁওর হয়ে সব ট্রফি জেতার ইচ্ছে ছিল আমার। আর গত মৌসুমে সেটাই করেছি। দলগতভাবেও আমাদের পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। আর আজ এখানে এই (উয়েফা বর্ষসেরার ট্রফি) পুরস্কার নিয়ে দাঁড়ানোটা আমার জন্য অনেক সম্মানের।’ গত তিন মৌসুমেই উয়েফার বর্ষসেরা প্রমীলা ফুটবলার নির্বাচিত হয়েছেন জার্মানি থেকে। এবার সেই ধারা ভেঙ্গে নতুন ইতিহাস গড়লেন হেজারবার্গ। শুধু তাই নয়, গত ২০ বছরের ইতিহাসে প্রথম প্রমীলা ফুটবলার হিসেবে নরওয়ের ‘গোল্ড বল’ এ্যাওয়ার্ড জয়ের অবিস্মরণীয় কীর্তিও গড়েন আদা হেজারবার্গ। তবে এখানেই থেমে থাকতে নারাজ হেজারবার্গ।
×