ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য খাতের অগ্রগতিতে কানাডার রাষ্ট্রদূতের সন্তোষ

প্রকাশিত: ০৮:০২, ২৪ আগস্ট ২০১৬

স্বাস্থ্য খাতের অগ্রগতিতে কানাডার রাষ্ট্রদূতের সন্তোষ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের স্বাস্থ্য খাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাহায্য অব্যাহত রাখার আশ^াস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বিনো-পিয়েরে লারামি। তিনি মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাতকালে এই আশ্বাস দেন। ম্যালেরিয়া, যক্ষ্মা ও এইডস বিষয়ক কর্মসূচীসহ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন কানাডার রাষ্ট্রদূত স্বাস্থ্যমন্ত্রী কানাডাকে বাংলাদেশের উন্নয়নের এক বিশ^স্ত সহযোগী হিসাবে অভিহিত করেন বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতিতে কানাডার অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে এই সহায়তা বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি দেশের নার্সদের দক্ষতা বাড়ানোর জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, আগামী মাসেই সরকার সারাদেশে প্রায় ১০ হাজার নার্স নিয়োগ দেবে। এর ফলে জনগণ আরও উন্নত সেবা পাবে। তবে দেশের নার্সদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে উন্নয়ন সহযোগীদেরকে আরও বেশি এগিয়ে আসতে হবে। আগামী ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর কানাডার মন্টিলে অনুষ্ঠেয় গ্লোবাল ফান্ডের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে কানাডার সরকারের পক্ষ থেকে এসময় আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগদানের আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী।
×