ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিএম কাদের হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে ভর্তি

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ আগস্ট ২০১৬

জিএম কাদের হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে  ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের অসুস্থ হয়ে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে তার হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে আছেন। জিএম কাদেরের ব্যক্তিগত সচিব এ্যাডভোকেট মোঃ আবু তৈয়ব জানান, স্যার (জিএম কাদের) শনিবার রাতে বুকে ব্যথা অনুভব করায় প্রথমে তাকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ইসিজি করা হলে তাঁর হার্টে সমস্যা ধরা পড়ে। পরে ডাক্তারের পরামর্শে তাৎক্ষণিকভাবে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবারও স্থাস্থ্য পরীক্ষায় হার্টে ৮০ ভাগ ব্লক ধরা পড়ে। রবিবার রাত সাড়ে ৮টায় তার হার্টে রিং পরানো হয়। তিনি বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ বদিউজ্জামানের তত্ত্বাবধানে আছেন। জিএম কাদেরের অসুস্থতার খবর শুনে তাঁর বড় ভাই জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হাসপাতালে ছুটে যান। তিনি তাঁর চিকিৎসার খোজখবর নেন। এছাড়া দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব) খালেদ আখতারসহ জাপার অসংখ্য নেতাকর্মী অসুস্থ জিএম কাদেরকে দেখতে হাসপাতালে আসেন। জিএম কাদেরের সহধর্মিণী শেরিফা কাদের দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
×