ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুরুষ ভলিবলের স্বর্ণ জিতে স্বাগতিক ব্রাজিলের মিশন শেষ

ইতিহাসসেরা সাফল্য ব্রাজিলের

প্রকাশিত: ০৫:৪২, ২৩ আগস্ট ২০১৬

ইতিহাসসেরা সাফল্য ব্রাজিলের

স্পোর্টস রিপোর্টার ॥ কথায় আছে, ‘শেষ ভাল যার, সব ভাল তার।’ এবারের রিও অলিম্পিকে স্বাগতিক ব্রাজিল পদক খুব একটা বেশি পায়নি। শুরুটাও ভাল হয়নি। কিন্তু তারপরও তারা তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারে। কেননা আসরের শেষদিনে তারা জিতে নিয়েছে পুরুষ ভলিবলের স্বর্ণপদক। এদিকে গত আসরের চ্যাম্পিয়ন রাশিয়াকে হারিয়ে তাম্রপদক জেতে যুক্তরাষ্ট্র। ফাইনালে ব্রাজিল ইতালিকে ২৫-২২, ২৮-২৬, ২৬-২৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করে। স্কোরলাইনই বলে দিচ্ছে স্বর্ণ জিততে কতটা ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিক দলের। রিও অলিম্পিকে এটা ব্রাজিলের সপ্তম স্বর্ণ। পুরুষ ফুটবলে এবারই প্রথমবারের মতো স্বর্ণ জেতে ব্রাজিল। দলে ছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার। এর ২৪ ঘণ্টা পর তিনি নিজ দেশের ভলিবল দলের ফাইনাল ম্যাচ দেখতে ভলিবল স্টেডিয়ামে চলে যান। গ্যালারিতে বসে দলের খেলা দেখেন, দলকে উৎসাহ যোগান এবং স্বর্ণপদক নিশ্চিত হতেই ফেটে পড়েন আনন্দ উল্লাসে। পরে ভলিবল দলের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের আন্তরিক এবং উষ্ণ অভিনন্দন জানান। মজার ব্যাপারÑ এর আগে গ্রুপ পর্বে এই ইতালির বিপক্ষেই হেরেছিল ব্রাজিল পুরুষ ভলিবল দল। তাই ফাইনালে তাদের পরাভূত করে প্রতিশোধটা কড়ায় গ-ায় নিয়ে নেয় স্বাগতিক দল। সর্বশেষ ব্রাজিল পুরুষ ভলিবলে স্বর্ণপদক করায়ত্ত করেছিল ২০০৪ এথেন্স অলিম্পিকে। আরও মজার ব্যাপারÑ এই ইতালিকেই হারিয়েই সেবার তারা স্বর্ণ জিতেছিল! এ নিয়ে পুরুষ ভলিবলে ব্রাজিল সোনা জিতল তিনবার। এর আগে তারা ১৯৯২ বার্সিলোনা অলিম্পিকে সোনা জিতেছিল হল্যান্ডকে হারিয়ে। এছাড়া রৌপ্য জিতেছিল ১৯৮৪, ২০০৮ এবং ২০১২ অলিম্পিকে। এদিকে রিও অলিম্পিকের পর্দা নামার পর প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসেব-নিকেশ মেলানো শুরু হয়ে গেছে। পদক তালিকা পর্যবেক্ষণে দেখা গেছে স্বাগতিক ব্রাজিল এবারই তাদের অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে ভাল ফল করেছে। হয়েছে ত্রয়োদশ। এর আগে তারা ১৯২০ অলিম্পিকে পঞ্চদশ স্থান অধিকার করেছিল। এক আসরে এবারই তারা সবচেয়ে বেশি স্বর্ণ জিতেছে (৭টি, এছাড়া ৬টি করে রৌপ্য ও তাম্রপদকও জিতেছে)। টপকে গেছে গত ১৯৯৬ আটলান্টা, ২০০৮ বেজিং এবং ২০১২ লন্ডন অলিম্পিকের সাফল্যকে। ওই তিন আসরে তারা জিতেছিল ৩টি করে স্বর্ণ। ব্রাজিল সর্বপ্রথম অলিম্পিকে অংশ নেয় ১৯২০ এ্যান্টিয়র্প অলিম্পিকে। একমাত্র ১৯২৮ আমস্টারডাম অলিম্পিক বাদে বাকি সব অলিম্পিকেই নিয়মিত অংশ নেয়া ব্রাজিল সার্বিকভাবে পদক জিতেছে ১২৮। এর মধ্যে ৩০ সোনা, ৩৬ রুপা ও ৬২ তামা। পদকজয়ী অবস্থান ৩৫তম। উল্লেখ্য, লাতিন আমেরিকা তথা ব্রাজিলে এবারই প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক আসর অনুষ্ঠিত হয়। এতে তারা জেতে সাত সোনার পদক। যারা সোনা জেতেন তারা হলেনÑ মহিলা জুডোর ৫৭ কেজি ওজন শ্রেণীতে রাফায়েলা সিলভা, পুরুষ পোল ভোল্টে থিয়াগো ব্রাজ দ্য সিলভা, পুরুষ বক্সিংয়ের লাইটওয়েট ইভেন্টে রবসন কনসেইসাও, মহিলা সেইলিংয়ের (দলগত) ফোর্টি নাইন ইআরএফএক্স ইভেন্টে মার্টিনে গ্রায়েল এবং কাহেনা কুনজে, পুরুষ বিচ ভলিবলে এ্যালিসন সেরুত্তি এবং ব্রুনো শেমিদ। এছাড়া পুরুষ ফুটবলে এবং পুরুষ ভলিবলেও সোনা জেতে ব্রাজিল দল।
×