ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৭ মাসের সন্তানকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করল বাবা-মা!

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ আগস্ট ২০১৬

৭ মাসের সন্তানকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করল বাবা-মা!

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২২ আগস্ট ॥ সোমবার ভোরে চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামে নিপা নামে সাত মাসের এক শিশুকে নির্মমভাবে হত্যা করেছে তার পাষ- বাবা-মা। এ ঘটনায় নিপার বড় বোন রিপা (৩) গুরুতর আহত হয়ে এখন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে ঘটনার পরপরই ঘাতক মা মিলন বেগম ধরা পড়লেও বাবা লিটন মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। মা মিলন এখন সংশ্লিষ্ট থানা হাজতে রয়েছে। এছাড়া মর্তুজ আলী নামে এক প্রতিবেশীকেও আটক করেছে পুলিশ। এদিকে এমন নির্মম হত্যাকা-ের খবর পেয়ে এসপি জয়দেব কুমার ভদ্র, এএসপি (সাউথ) মোঃ রাসেল, ওসি নির্মলেন্দু চক্রবর্তীসহ ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসপি জয়দেব কুমার ভদ্র জনকণ্ঠকে জানান, নিহত নিপার বড় বোন রিপার কাছ থেকে এ লোমহর্ষক হত্যাকা-ের পূর্ণ বিবরণ শুনে তার গা শিউরে ওঠে। রিপা জানায়, তার মা-বাবাই নৃশংসভাবে নিপাকে হত্যা করেছে। সে বাধা দিতে গেলে বুকে ও হাতে মারাত্মক জখম করে তাকেও হত্যার চেষ্টা চালানো হয়। এর পর রিপাকে পুলিশ প্রহরায় সিলেট মেডিক্যালে পাঠানো হয়েছে। এদিকে সংশ্লিষ্ট থানা পুলিশ অজ্ঞাত কারণে নিপা ও রিপা হতাহতের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংবাদিকদের কাছে হ-য-ব-র-ল বক্তব্য দিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ বলছে, নিপা ও রিপাকে নিয়ে তার মা মিলন বেগম রাতে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। পরে তাদের দরজা ভেঙ্গে গভীর রাতে ২-৩ জন লোক ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা ওই দুই শিশুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আবার বলছে, নিপাকে খুন করার নেপথ্যের কারণ প্রতিপক্ষকে ফাঁসানো। এ ঘটনায় গুরুতর আহত রিপা এসপি জয়দেবকে জানিয়েছে, তার মা-বাবাই এ ঘটনা ঘটিয়েছে। আবার এএসপি মোঃ রাসেলও বলছেন, বাবা-মা নৃশংসভাবে তাদের এ শিশুসন্তানকে হত্যা করেছে। তবে এ নির্মম হত্যাকা-ের নেপথ্যের প্রকৃত রহস্য ও কারা জড়িত তা সুষ্ঠু তদন্ত হলেই বেরিয়ে আসতে পারে বলে স্থানীয় লোকজন অভিমত জানিয়েছে।
×