ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জবি শিক্ষার্থীদের আজ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা

প্রকাশিত: ০৮:৪১, ২২ আগস্ট ২০১৬

জবি শিক্ষার্থীদের আজ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ ও পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জমি বরাদ্দের দাবিতে আজ সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে পদযাত্রা করবে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের কাফেটারিয়ায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এদিকে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ওই দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে কার্যত স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। তবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আন্দোলনকারীরা প্রায় ১ ঘণ্টা পর প্রধান ফটক খুলে দিলেও অনুষদ ভবন ও বিভাগের মূল ফটকে তালা ঝুলিয়ে ২য় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট পালন করেন। এর আগে গত বৃহস্পতিবার ধর্মঘট পালন শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রবিবারের মধ্যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে কোন সুস্পষ্ট বক্তব্য না এলে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন তারা।
×