ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জন্মনিবন্ধন সম্পর্কে ৯০ ভাগ ঢাকাবাসী জানলেও অংশ নিয়েছে ৫৩ ভাগ

প্রকাশিত: ০৬:০৩, ২২ আগস্ট ২০১৬

জন্মনিবন্ধন সম্পর্কে ৯০ ভাগ  ঢাকাবাসী জানলেও অংশ নিয়েছে ৫৩ ভাগ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা শহরের ৯০ শতাংশ মানুষ জন্মনিবন্ধন সম্পর্কে জানলেও জন্মনিবন্ধনে অংশ নিয়েছে ৫৩ শতাংশ মানুষ। আবার জন্মনিবন্ধন করতে গিয়ে রাজধানীর প্রায় ৭২ শতাংশ মানুষকে ২৫০ থেকে এক হাজার টাকা পর্যন্ত গুনতে হয়েছে। জন্মনিবন্ধন বিষয়ক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ‘ঢাকা শহরে ঘাসফুল শিশু ফোরামের কর্ম এলাকার শিশুদের জন্মনিবন্ধনের ওপর সমীক্ষা’ পরিচালনা করে। এ জরিপে প্রতিবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ডের ৩০০ উত্তরাদাতার মধ্যে জন্মনিবন্ধনের ওপর জরিপ পরিচালনা করে দেখা যায় যে, তাদের মধ্যে ৯০ শতাংশ লোক জন্মনিবন্ধন সম্পর্কে জানে। কিন্তু তাদের মধ্যে জন্মনিবন্ধন করেছে ৫৩.৩৩ শতাংশ। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঘাসফুল শিশু ফোরাম এর পক্ষ থেকে এ জরিপ প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের রেজিস্ট্রার জেনারেল শেখ মুজিবুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফ্রেড উইটেভেন, আইইআরের সাবেক নির্বাহী পরিচালক অধ্যাপক সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের স্ট্যাটেজিক প্রোগ্রাম সাপোর্ট এ্যান্ড এডভাইজারি সার্ভিসের পরিচালক চন্দন জেড গমেজ প্রমুখ।
×