ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যারাক হাউস নির্মাণ লালমনিরহাট সীমান্তে উত্তেজনা, পতাকা বৈঠক আজ

প্রকাশিত: ০৫:৪৬, ২২ আগস্ট ২০১৬

ব্যারাক হাউস নির্মাণ লালমনিরহাট সীমান্তে  উত্তেজনা, পতাকা  বৈঠক আজ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ আগস্ট ॥ জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিএসএফের ব্যারাক হাউস নির্মাণের উদ্যোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বিজিবি প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছে। তারপরও বিএসএফ নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। বিজিবি সূত্র নিশ্চিত করেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বিজিবির বাধা উপেক্ষা করেই বিএসএফ সীমান্তে ব্যারাক হাউসের কাজ করে যাচ্ছে। গ্রাম প্রতিরক্ষা দলের কমান্ডার (ভিডিপি কমান্ডার) আব্দুল গোফুর জানান, বিজিবির বাধা উপেক্ষা করেই বিএসএফ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের শান্তিরক্ষায় ভিডিপি সতর্ক রয়েছে। ভিডিপি কমান্ডার আরও জানান, বিএসএফ সীমান্ত অতিরিক্ত সৈন্য মোতায়েন করছে। ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল বজলুল রহমান হায়াতী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তীব্র নিন্দা জানিয়ে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, বিএসএফ তাদের দেশের নারী সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের জন্য গোপনে সীমান্তের আন্তর্জাতিক পিলার ৮৯৪, ৮৯৫ ও ৯৯১ কাছে কাঁটাতারের বেড়া ঘেঁষে উক্ত নির্মাণ কাজ শুরু করে। সীমান্ত আইন অনুযায়ী কাঁটাতারের বেড়া ঘেঁষে ও নোম্যান্সল্যান্ডে কোন স্থাপনা নির্মাণ করা অবৈধ। জরুরী প্রয়োজনে কোন স্থাপনা নির্মাণ করতে হলেও দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে বৈঠক করে সমঝোতার ভিত্তিতে তা করতে হবে। কিন্তু সিঙ্গীমারী সীমান্তে বিএসএফ এ নিয়ম রক্ষা করেনি। জানা গেছে, বাংলাদেশের কৃষকরা উক্ত সীমান্ত এলাকায় তাদের জমিতে ধানের চারা রোপণের উদ্দেশ্যে সেখানে আগাছা মুক্ত করতে গিয়ে দেখে বিএসএফ নোম্যান্সল্যান্ডে কংক্রিটের প্রাচীর নির্মাণ করছে। এ গ্রামবাসীরা প্রথমে বাধা দেয়। এ সময় রবিবার বিকেল সাড়ে ৫টায় গ্রামবাসীর সঙ্গে বিএসএফের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন গ্রামবাসী বিষয়টি সীমান্তের সিঙ্গীমারী বিজিবির বিওপি ক্যাম্পে খবর দেয়। বিজিবি সন্ধ্যা রাতে ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ এবং পতাকা বৈঠকের আহ্বান জানান। বিজিবির আহ্বানে সোমবার পতাকা বৈঠকের দিন নির্ধারণ হয়। তবে সময় নির্ধারিত হয়নি।
×