ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিক

মহিলা ট্রায়াথলনে স্বর্ণ জিতলেন যুক্তরাষ্ট্রের গুয়েন জর্জেনসেন

প্রকাশিত: ০৯:০০, ২১ আগস্ট ২০১৬

মহিলা ট্রায়াথলনে স্বর্ণ জিতলেন যুক্তরাষ্ট্রের গুয়েন জর্জেনসেন

স্পোর্টস রিপোর্টার ॥ ১.৫ কি.মি. সাঁতার, ৪০ কি.মি. বাইসাইকেল রেস এবং ১০ কি.মি. দৌড় ... এই তিনটি মিলে ‘ট্রায়াথলন’ একক ইভেন্টের খেলাটি। অত্যন্ত কষ্টসাধ্য এই ক্রীড়া গ্রীষ্মকালীন অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় ২০০০ সালের সিডনি অলিম্পিকে। এ নিয়ে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হলো এই ক্রীড়া ডিসিপ্লিনটি। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদকের অধিকারী যুক্তরাষ্ট্র। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, এর আগের চারটি ট্রায়াথলনের আসরে নারীদের বিভাগে কোন স্বর্ণ জেতেনি তারা! তবে সেই আক্ষেপ দূর করেছেন গুয়েন জর্জেনসেন। ৩০ বছর বয়সী, ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতা এবং ৫৯ কেজির অধিকারী এই মার্কিন নারী ট্রায়াথলেট জিতেছেন স্বপ্নের সোনার পদক। এতে তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৬ মিনিট ১৬ সেকেন্ড। তার চেয়ে ৪০ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য জেতেন সুইজারল্যান্ডের নিকোলা স্পিরিগ রৌপ্যজয়ী নিকোলা গত ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিলেন। আর গুয়েন সেবার হয়েছিলেন ৩৮তম!
×