ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে আবার গুলি, নিহত ২

প্রকাশিত: ০৭:৫৭, ২১ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে আবার গুলি, নিহত ২

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসএ্যাঞ্জেলেস শহরে শুক্রবার রাতে একটি নাইটক্লাবে গুলির ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। লসএ্যাঞ্জেলেস পুলিশ সূত্র জানিয়েছে, সাড়ে চারটার দিকে বন্দুকধারীরা ক্যানোগো এ্যাভিনিউয়ের এক্সপোজড জেন্টেলমেনস ক্লাবে ঢুকে গুলি করতে থাকে। এ ঘটনায় দুজন নিহত হয়। আহতরা ওই ক্লাবের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। অতর্কিত গুলির ঘটনায় ক্লাবটির ভেতরে অবস্থানকৃত লোকজন চিৎকার দিয়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে ছুটতে থাকে। খবর লসএ্যাঞ্জেলেস টাইমস অনলাইনের। তবে এই ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। আবার গুলির কারণও জানাতে পারেনি পুলিশ। এই ঘটনার সময় ক্লাবটির ভেতর অন্তত ১৫ জন ছিল। ঘটনার পর হোটেলটির অভ্যন্তরে কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, ক্লাবটির বিলবোর্ডে কয়েক স্বল্পবসনা নারীর উত্তেজক ছবি ছিল। এ নিয়ে স্থানীয়রা বার বার আপত্তি জানিয়ে আসছিল। এই বিলবোর্ডটিও নামিয়ে ফেলতে এর ওপর গুলি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ ছিল, এই ক্লাবে অবাধে পতিতাবৃত্তি ও মাদকের ব্যবহার চলত। ২০১৩ সালেও এই ক্লাবের গাড়ি পার্ক করার জায়গায় গুলির ঘটনা ঘটে।
×