ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুরুষ ফ্রি স্টাইল কুস্তিতে ইরানের ইয়াজদানির স্বর্ণ

কিমিয়ার কৃতিত্বে ইরানের ‘প্রথম’

প্রকাশিত: ০৭:০৬, ২১ আগস্ট ২০১৬

কিমিয়ার কৃতিত্বে ইরানের ‘প্রথম’

স্পোর্টস রিপোর্টার ॥ মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটি এ পর্যন্ত গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিয়েছে ১৭ বার। সর্বপ্রথম অংশ নেয় ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে। সেবার তাদের কোন ক্রীড়াবিদ পদক জেতেননি। বেশ কয়েক বছর বিরতির পর দেশটি ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে অংশ নেয় এবং প্রথম বারের মতো পদক অর্জন করে। সেবার তারা ওই একটিই পদক জেতে (তাম্রপদক)। আর সেটা জিতেছিলেন পুরুষ ভারোত্তোলক জাফর সালমাসি, ৬০ কেজি ওজন শ্রেণীতে। এরপর ২০১২ লন্ডন অলিম্পিক পর্যন্ত তারা জেতে মোট ১৫ স্বর্ণ, ২০ রৌপ্য এবং ২৫ তাম্রপদক। চলমান রিও অলিম্পিকে গত ১৮ আগস্ট পর্যন্ত ইরানের সংগ্রহ ছিল ৩ স্বর্ণ এবং ৩ তাম্রপদক। তাহলে সার্বিকভাবে তাদের পদকসংখ্যা হলো ১৮ স্বর্ণ, ২০ রৌপ্য এবং ২৮ তাম্রপদক। এই পদকগুলো এসেছে কুস্তি, ভারোত্তোলন, তায়কোয়ানদো এবং এ্যাথলেটিক্স ডিসিপ্লিন থেকে। এখানে লক্ষণীয়, এগুলোর একটাও জেতেননি কোন নারী এ্যাথলেট। এমন না যে দেশটি অলিম্পিকে কোন নারী প্রতিযোগীকে পাঠায় না। অথচ তারপরও কোন সাফল্য আসছিল না এতদিন। অবশেষে সেই আক্ষেপও দূর হয়েছে। এবারের আসরে ইরান জিতেছে তাদের চতুর্থ এবং সার্বিকভাবে ২৯তম তাম্রপদক। আর সেটা জিতেছেন এক নারী প্রতিযোগী! তার নাম কিমিয়া আলীজাদেহ্ জেনুরিন। অলিম্পিকে ইরানের হয়ে ইতিহাস গড়লেন তিনি। ইরানের প্রথম নারী হিসেবে জিতলেন অলিম্পিক পদক। মেয়েদের তায়কোয়ান্দোতে ৫৭ কেজি ওজন শ্রেণীতে জিতেছেন তামা। এই পদক জিততে ৫-১ পয়েন্টে হারান সুইডেনের নিকিতা গ্লাসনোভিচকে। এই ইভেন্টে স্বর্ণ জেতেন গ্রেট ব্রিটেনের জ্যাড জোন্স। রৌপ্য পান স্পেনের ইভা কালভো। আর কিমিয়ার সঙ্গে যুগ্মভাবে তামার পদক লাভ করেন হিদায়া মালেক। ‘পদক জিতে অসম্ভব ভালো লাগছে। এই সাফল্যের জন্য আমার মা-বাবা এবং কোচকে জানাই আন্তরিক ধন্যবাদ। তারা আমাকে অনেক সাহায্য করেছেন। ইরানের নারীদের জন্য এই পদকটা উৎসর্গ করছি। তাদের জন্য খুব আনন্দ লাগছে আমার। আশা করি পরের অলিম্পিকে আমরা ঠিকই স্বর্ণ জিততে সক্ষম হব।’ পদকজয়ের পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন কিমিয়া। তার এই পদকজয়ের মাধ্যমে রিও অলিম্পিকে এশিয়ান এ্যাথলেটরা পঞ্চম পদক করায়ত্ত করে। এদিকে পুরুষদের ফ্রি স্টাইল কুস্তির ৭৪ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন ইরানের হাসান ইয়াজদানি। রাশিয়ার আনিউয়ার গেদুয়েভ রৌপ্য এবং আজারবাইজানের জাব্রাইল হাসানভ এবং তুরস্কের সোনের দিমিরতাস যুগ্মভাবে তাম্রপদক লাভ করেন।
×