ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের জঙ্গীবাদবিরোধী মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫৯, ২১ আগস্ট ২০১৬

জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের জঙ্গীবাদবিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ ‘জেগে ওঠো দেশবাসী, রুখে দাঁড়াও বাংলাদেশ’ সেøাগানে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ। সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় প্রেসক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন। বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে এক ঘণ্টার ওই মানববন্ধনে অংশ নেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, আবদুল জলিল ভূঁইয়া, কুদ্দুস আফ্রাদ, মোল্লা জালাল, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারা বাংলাদেশে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনগুলোও এই কর্মসূচী পালন করে। গোলাম সারওয়ার বলেন, সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করেন। কিন্তু জঙ্গীবাদ প্রশ্নে বস্তুনিষ্ঠ থাকার আর সুযোগ নেই। কেননা জঙ্গীবাদ রাষ্ট্রকে আক্রমণ করেছে। তাই রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্নে সাংবাদিকেরা রাষ্ট্রের পাশে আছেন। আর সাংবাদিকেরা শুধু কলম সৈনিক নন, সাংবাদিকেরা বঙ্গবন্ধুর আদর্শের মাঠের সৈনিকও। সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিক সমাজ সব সময়ই সোচ্চার। কোন অপশক্তি সাংবাদিকদের প্রতিবাদ দাবিয়ে রাখতে পারবে না। রিয়াজউদ্দিন আহমেদ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে কোন বিভাজন নেই। আমি এটিকে সমর্থন জানাই। সন্ত্রাসবাদ নিপাত যাক। ধর্মের অপব্যাখ্যা দিয়ে হত্যা, সন্ত্রাস করা চলবে না। জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, যেসব দল জঙ্গীবাদকে সমর্থন করছে, তারা মুসলমান নয়, শয়তান। জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গোটা বাংলাদেশে আজ সাংবাদিকরা মানববন্ধন করে সন্ত্রাসের বিরুদ্ধে এই কর্মসূচী পালন করছে। সভাপতির বক্তব্যে মনজুরুল আহসান বুলবুল বলেন, আজকে জঙ্গীবাদ জাতি ও রাষ্ট্রকে সঙ্কটের মধ্যে ফেলে দিয়েছে। ইসলামের নামে যারা সহিংসতা করছে, তারা প্রকৃতপক্ষে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে। সাংবাদিক সমাজ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
×