ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গ্রেনেড হামলায় মূল নেতৃত্ব দিয়েছেন খালেদা ॥ বাহাউদ্দিন নাছিম

প্রকাশিত: ০৫:৫৩, ২১ আগস্ট ২০১৬

গ্রেনেড হামলায় মূল নেতৃত্ব দিয়েছেন খালেদা ॥ বাহাউদ্দিন নাছিম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা হয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। শনিবার ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন। বাহাউদ্দিন নাছিম বলেন, “২১ আগস্ট গ্রেনেড হামলা মূল নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। আর তারেক রহমান তাৎকালীন হাওয়া ভবন থেকে এই জঘন্য হত্যাকা- পরিচালনা করেছিলেন। হামলার দিন খালেদা জিয়া লক্ষ্মীপুর বসে অপেক্ষা করছিলেন গ্রেনেড হামলায় শেখ হাসিনার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা সেটি জানার জন্য। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেদিন আমাদের নেত্রী মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন।” তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যেই অপশক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তারাই আবার ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য হামলা করে। তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাঙালী জাতিকে নেতৃত্ব শূন্য করা। যাতে করে এই অপশক্তি সারা জীবন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে। উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে আ ফ ম বাহাউদ্দীন বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনও থেমে নেই, অব্যাহত আছে। শুধুমাত্র ষড়যন্ত্রের দিক এবং কৌশল পরিবর্তন হয়েছে। তাই ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আর অচিরেই শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তির সকল কর্মকা-ের বিচার করে বিচারের রায় কার্যকর করতে পারব। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।
×