ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীর ৮ কলেজে সবাই অকৃতকার্য

প্রকাশিত: ০৪:২২, ১৯ আগস্ট ২০১৬

রাজশাহীর ৮ কলেজে সবাই অকৃতকার্য

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার কমেছে পাসের হার। গত ছয় বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। যদিও দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাসের হারে এগিয়ে রয়েছে রাজশাহী বোর্ড। এদিকে গতবারের চেয়ে এবার এ বোর্ডে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও এবার জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছেলেরা। এবার রাজশাহী বোর্ডে পাস করেছে ৭৫ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী, যা গতবার ছিল ৭৭ দশমিক ৫৪ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩ জন শিক্ষার্থী, যা গতবার ছিল ৫ হাজার ২৫০ জন। বৃহস্পতিবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন। দুপুর সোয়া ১টার দিকে বোর্ডের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ বলেন, এ বোর্ডে এবার পাসের হার কমেছে ২ দশমিক ১৪ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮২৩ জন। তিনি জানান, পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৭০ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৭২ দশমিক ৭১ শতাংশ। আর ছয় হাজার ৭৩ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছেলে তিন হাজার ৫৮০ জন ও মেয়ে দুই হাজার ৪৯৩ জন। এদিকে এবার রাজশাহী বোর্ডে শতভাগ উত্তীর্ণ কলেজের সংখ্যা কমেছে। গতবার ২৬টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করলেও এবার তা দাঁড়িয়েছে ১৮টিতে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের ৮ কলেজ থেকে কোন শিক্ষার্থী পাস করেনি। এগুলো হলো- নওগাঁর আত্রাইয়ের শিবগঞ্জ টেকনিক্যাল কলেজ, বদলগাছীর মিঠাপুর আদর্শ কলেজ, রাজশাহীর বাগমারার আদর্শ টেকনিক্যাল এ্যান্ড বিজ্ঞান ম্যানেজমেন্ট কলেজ, গুরুদাসপুরের চাচকৈড় নাজিমউদ্দিন স্কুল এ্যান্ড কলেজ, তাড়াসের জহিরউদ্দিন বিজ্ঞান কলেজ, নাটোরের ধুপইল কলেজ, ধামুইরহাটের পোড়ানগর মডেল কলেজ ও চৌগাছা মহিলা কলেজ।
×