ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় মা-ছেলের ঘাতক গ্রেফতার

প্রকাশিত: ০৬:১৬, ১৮ আগস্ট ২০১৬

কুমিল্লায় মা-ছেলের ঘাতক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৭ আগস্ট ॥ কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেট এলাকায় নাসিমা আক্তার ও ছেলে নাফিজকে হত্যার পর লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়ার ঘটনায় পুলিশ গেঞ্জি-লুঙ্গি পরে টানা ৭২ ঘণ্টা অভিযান চালিয়ে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ী এলাকা থেকে ঘাতক নাজমুল হাসানকে গ্রেফতার করেছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর থাপ্পড় খেয়ে সে এ হত্যাকা-ের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশকে জানায়। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এসব তথ্য জানান। জানা গেছে, নাজমুল হাসান গত বৃহস্পতিবার কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটের ১নং সেকশনে মীমপেক্স এ্যাগ্রো কেমিক্যালস্ লিমিটেডে দারোয়ান পদে চাকরি নেয় এবং ওই প্রতিষ্ঠানের পাশে একটি বাসা ভাড়া নিয়েছে বলে সে তার স্ত্রীকে জানায়। ওইদিন নাসিমা আক্তার তার এক বছরের শিশুপুত্র নাফিজকে নিয়ে বাবার বাড়ি থেকে হাউজিং এস্টেটের ওই বাসায় আসে। এদিকে গত রবিবার রাতে নাজমুলের কর্মস্থল হাউজিং এস্টেটের ওই ভবনের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ নাসিমা আক্তার ও তার এক বছরের শিশুপুত্র নাফিজের লাশ উদ্ধার করে। পুলিশের দল রাঙ্গামাটির লংগদু থানাধীন দুর্গম পাহাড়ী এলাকার মাইনামো লঞ্চঘাট থেকে ঘাতক নাজমুল হাসানকে মঙ্গলবার আটক করে রাতে কুমিল্লায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রী-সন্তানকে হত্যার বর্ণনা দেয়। সাভারে বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ আগস্ট ॥ বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার দুপুরে আশুলিয়ার দোসাইদ এলাকার ‘রক নিটওয়্যার’ নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই পোশাক কারখানার জুলাই মাসের শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিল আগস্টের ১০ তারিখে। কিন্তু বেতন পরিশোধ না করে কারখানার মালিক সামছুল হক কারখানায় আসা বন্ধ করে দেয়। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে দুপুরে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করে। ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, সরকারী ঘোষণা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় হাওড় অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের (হিলিপ) কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। বেলা ১১টার দিকে শহরের কাউতলীর জেলা এলজিইডি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×