ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ৩৭ ভাগ কাজ শেষ, ডিসেম্বরে বসানো হবে দুটি স্প্যান ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৫০, ১৮ আগস্ট ২০১৬

পদ্মা সেতুর ৩৭ ভাগ কাজ শেষ, ডিসেম্বরে বসানো হবে দুটি স্প্যান ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ আগস্ট ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর ৩৭ ভাগ কাজ শেষ হয়েছে। এ পর্যন্ত ৩৭টি পাইল বসানো হয়েছে। ইতোমধ্যেই স্প্যান আসতে শুরু করেছে। অনেকে মনে করছেন এখনও পদ্মা সেতু দেখা যাচ্ছে না, তাদের জন্য সুখবর আগামী ডিসেম্বরে পদ্মাসেতুর পিলারের উপর ২টি স্প্যান বসানো হবে। এর পরেই সেতুর দৃশ্যমান কাজ দেখা যাবে। তিনি বুধবার দুপুরে শিবচরে যাত্রাবাড়ী-মাওয়া-শিবচর-ভাঙ্গা (ঢাকা-খুলনা) মহাসড়ক হাল্কা যানবাহনের জন্য চার লেনে উন্নীতকরণের কাজ পরিদর্শন, কাওড়াকান্দি-শিবচর-মাদারীপুর সড়কের উপর ২টি সেতু উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন, পদ্মার পাড়ে শিবচরের চরজানাজাত এলাকায় দেশের সবচেয়ে বড় ও আন্তর্জাতিক মানের বিমানবন্দর হবে। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফ্লাইট এই পদ্মার পাড়েই অবতরণ করবে। আর ঢাকা হয়ে যাবে ডমেস্টিক এয়ারপোর্ট। পাশাপাশি শিবচরে পর্যটন ভিলেজও গড়ে তোলা হবে, মাদারীপুরবাসী এ জন্য ভাগ্যবান, কারণ এখানে দোতলা সড়ক, রেলপথ, একদিকে নৌপথে পদ্মা সেতু, অন্যদিকে আকাশ পথের জন্য বিমানবন্দর। এই চারটি কাজের মোহনা ও মিলন মেলা হচ্ছে মাদারীপুরে। সেতুমন্ত্রী শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- দেখে স্থানীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। তিনি কাঁঠালবাড়ি-মাদারীপুর সড়ক সম্প্রসারণেরও নির্দেশ দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরী, জেলা প্রশাসক মোঃ কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আঃ লতিফ মোল্লা ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, ‘যাত্রাবাড়ী-মাওয়া-শিবচর-ভাঙ্গা (ঢাকা-খুলনা) মহাসড়কটি দেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে। এটি বাস্তবায়ন হলে ৪ লেন নয় ৮ লেনে রূপ নেবে। এর আগে মন্ত্রী শিবচরে ২টি সেতু উদ্বোধন, ‘৭১ চত্বর, শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়, আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা ভবন, পৌরসভা ভবন, ইলিয়াছ আহমেদ চৌধুরী কলেজ পরিদর্শন করেন। পরে উপজেলার কুতুবপুরে সার্ভিস এরিয়া-৩ এ বৈঠক করেন।
×